196762

মোবাইলে সঙ্গী বাছার হাতছানি ! ডেটিং অ্যাপ ‘Bumble’-এ ভরসা রাখতে বলছেন খোদ প্রিয়াঙ্কা

পার্টনার খুঁজছেন? মনের মানুষকে খুঁজে পাওয়া কঠিন ঠিকই কিন্তু অসম্ভব নয় ৷ আপনার হাতের মুঠোয় সেই চাবিকাঠি ৷ মোবাইল তো সারাদিনই ঘাটেন ৷ নানা অ্যাপেও অভ্যস্ত ৷ এমনই এক অ্যাপ বাম্বেল ৷ এই অ্যাপ শুধুমাত্র তৈরি হয়েছে সঙ্গী খোঁজার জন্য ৷ ডেটিং অ্যাপ এটি ৷ একান্তে নিজের মনের মানুষকে বেছে নিন এই অ্যাপের মাধ্যমে ৷ দেশে এই অ্যাপ লঞ্চ করলেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ 

এই অ্যাপ আগে থেকেই বিদেশের মাটিতে জনপ্রিয় ৷ মার্কিন মুলুক হোক বা অস্ট্রেলিয়া ৷ এই অ্যাপের ওপর ভরসা রেখেছেন অনেকে ৷ তবে এই অ্যাপে প্রাধান্য দেওয়া হয় মহিলাদের ৷ পাত্র বাছার ক্ষেত্রে তাদেরই অগ্রাধিকার দেয় বাম্বেল ৷ ভারতের মাটিতে এই অ্যাপ নিয়ে আসার মূল হোতা প্রিয়াঙ্কা চোপড়া, জানিয়েছে বাম্বেল কর্তৃপক্ষ ৷ Photo Collected এই অ্যাপ আগে থেকেই বিদেশের মাটিতে জনপ্রিয় ৷ মার্কিন মুলুক হোক বা অস্ট্রেলিয়া ৷ এই অ্যাপের ওপর ভরসা রেখেছেন অনেকে ৷ তবে এই অ্যাপে প্রাধান্য দেওয়া হয় মহিলাদের ৷ পাত্র বাছার ক্ষেত্রে তাদেরই অগ্রাধিকার দেয় বাম্বেল ৷ ভারতের মাটিতে এই অ্যাপ নিয়ে আসার মূল হোতা প্রিয়াঙ্কা চোপড়া, জানিয়েছে বাম্বেল কর্তৃপক্ষ ৷ 


এই অ্যাপ আগে থেকেই বিদেশের মাটিতে জনপ্রিয় ৷ মার্কিন মুলুক হোক বা অস্ট্রেলিয়া ৷ এই অ্যাপের ওপর ভরসা রেখেছেন অনেকে ৷ তবে এই অ্যাপে প্রাধান্য দেওয়া হয় মহিলাদের ৷ পাত্র বাছার ক্ষেত্রে তাদেরই অগ্রাধিকার দেয় বাম্বেল ৷ ভারতের মাটিতে এই অ্যাপ নিয়ে আসার মূল হোতা প্রিয়াঙ্কা চোপড়া, জানিয়েছে বাম্বেল কর্তৃপক্ষ ৷ 

প্রিয়াঙ্কা চোপড়া ৷ নারী ক্ষমতায়নের ওপর বিশেষ জোর দেন তিনি ৷ নিজেও দেখাচ্ছেন সেই পথ ৷ UNESCO-র ব্র্যান্ড অ্যাম্বাসডর তিনি ৷ তাঁর মতে নারী-পুরুষ সম্পর্ক মেয়েদের ওপর যেন চাপিয়ে না দেওয়া হয় ৷ মহিলাদের ভাবনা চিন্তাকে গুরুত্ব দিয়ে বিচার করা হোক ৷ নিজের পার্টনার বেছে নেওয়ার ক্ষেত্রে মেয়েরা এগিয়ে আসুক ৷ এতে তো লজ্জার কিছু নেই ৷  নারী ক্ষমতায়নের ওপর বিশেষ জোর দেন তিনি ৷ নিজেও দেখাচ্ছেন সেই পথ ৷ UNESCO-র ব্র্যান্ড অ্যাম্বাসডর তিনি ৷ তাঁর মতে নারী-পুরুষ সম্পর্ক মেয়েদের ওপর যেন চাপিয়ে না দেওয়া হয় ৷ মহিলাদের ভাবনা চিন্তাকে গুরুত্ব দিয়ে বিচার করা হোক ৷ নিজের পার্টনার বেছে নেওয়ার ক্ষেত্রে মেয়েরা এগিয়ে আসুক ৷ এতে তো লজ্জার কিছু নেই ৷ 


 নারী ক্ষমতায়নের ওপর বিশেষ জোর দেন তিনি ৷ নিজেও দেখাচ্ছেন সেই পথ ৷ UNESCO-র ব্র্যান্ড অ্যাম্বাসডর তিনি ৷ তাঁর মতে নারী-পুরুষ সম্পর্ক মেয়েদের ওপর যেন চাপিয়ে না দেওয়া হয় ৷ মহিলাদের ভাবনা চিন্তাকে গুরুত্ব দিয়ে বিচার করা হোক ৷ নিজের পার্টনার বেছে নেওয়ার ক্ষেত্রে মেয়েরা এগিয়ে আসুক ৷ এতে তো লজ্জার কিছু নেই ৷ 

মেয়েরা বেছে নিক তাদের মনের মত পুরুষ ৷ প্রিয়াঙ্কা যেমন বেছেছেন নিজের থেকে অনেকটা ছোট নিককে, যা নিয়ে অনেক চর্চা হয়েছে ৷ তবে নিজের জীবনে নিজের চিন্তার ওপরই ভরসা রাখুক মেয়েরা, তাই এই অ্যাপের সঙ্গে নাম জুড়েছেন প্রিয়াঙ্কা

মেয়েরা বেছে নিক তাদের মনের মত পুরুষ ৷ প্রিয়াঙ্কা যেমন বেছেছেন নিজের থেকে অনেকটা ছোট নিককে, যা নিয়ে অনেক চর্চা হয়েছে ৷ তবে নিজের জীবনে নিজের চিন্তার ওপরই ভরসা রাখুক মেয়েরা, তাই এই অ্যাপের সঙ্গে নাম জুড়েছেন প্রিয়াঙ্কা ৷ 
মেয়েরা বেছে নিক তাদের মনের মত পুরুষ ৷ প্রিয়াঙ্কা যেমন বেছেছেন নিজের থেকে অনেকটা ছোট নিককে, যা নিয়ে অনেক চর্চা হয়েছে ৷ তবে নিজের জীবনে নিজের চিন্তার ওপরই ভরসা রাখুক মেয়েরা, তাই এই অ্যাপের সঙ্গে নাম জুড়েছেন প্রিয়াঙ্কা ৷ 

পাঠকের মতামত

Comments are closed.