196783

মনোনয়নপত্র বৈধতা পেয়ে যে ঘোষণা দিলেন হিরো আলম (ভিডিও)

হাইকোর্ট মনোনয়নপত্র বৈধ ঘোষণা করার পর আলোচিত মডেল-অভিনেতা আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম বলেন বলেন, আমি আপনাদের বলেছি শেষ না দেখে যাবো না। তাই উচ্চ আদালতে আপিল করেছি। আইনের ওপর কেউ নেই। আপনাদের ভালোবাসা ও দোয়ায় রায় পেয়েছি। আমি মাঠে থাকবো। আমার জন্য দোয়া করবেন। হিরোকে কিন্তু সহজে জিরো করা যাবে না। হিরো হিরোই থেকে গেলাম।

এর আগে গত ২ তারিখ মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা তার মনোনয়ন বাতিলের ঘোষণা দেন। পরে তিনি নির্বাচন কমিশনে আপীল করেন সেখানেও তার মনোনয়ন পত্র বাতিল করা হয়।

এরপর হিরো আলম তার মনোনয়নের বৈধতা পেতে উচ্চ আদালতে আপিল করেন। আজ শুনানি শেষ আদালত তার মনোনয়ন বৈধ ঘোষণা করে। এর ফলে তার নির্বাচন করার আর কোন বাধা থাকলো না। সূত্র : যমুনা টিভি

পাঠকের মতামত

Comments are closed.