196771

ইলেকট্রনিক বর্জ্য দিয়ে তৈরি হচ্ছে টোকিও অলিম্পিকের পদক !

টোকিও: অলিম্পিকের পদক এবার তৈরি হচ্ছে ইলেকট্রনিক বর্জ্য থেকে ৷ শুনে নিশ্চয় অবাক হচ্ছেন ! কিন্তু এটাই সত্যি ৷ ২০২০ টোকিও অলিম্পিকের মেডেল তৈরি হবে ইলেকট্রনিক বর্জ্য দিয়েই ৷ অলিম্পিকের আয়োজকরা জানিয়েছেন, পদক তৈরিতে যে পরিমাণ সোনা, রূপো বা ব্রোঞ্জ লাগবে, তার সবটাই আসবে ‘আরবান মাইনিং’য়ের মাধ্যমে ৷ এই বর্জ্য পদার্থ থেকে সোনা-রূপো-ব্রোঞ্জ সংগ্রহ করেই তা দিয়েই তৈরি হবে অলিম্পিকের পদক ৷

২০২০ অলিম্পিকের পদক তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে এবছর এপ্রিল মাস থেকেই ৷ এখনও পর্যন্ত ইলেকট্রনিক বর্জ্য পদার্থ দিয়ে সাড়ে ১৬ কেজি সোনা এবং ১৮০০ কেজি রুপো সংগ্রহ করতে পেরেছেন। টোকিও অলিম্পিক্স অর্গানাইজিং কমিটির মুখপাত্র মাসা তাকায়া জানান, ৫৪.৫ শতাংশ সোনা এবং ৪৩.৯ শতাংশ রুপো এখনও পর্যন্ত সংগ্রহ করেছে আয়োজক কমিটি। গোটা বিশ্বজুড়েই ইলেকট্রনিক বর্জ্য পদার্থের পরিমাণ বাড়ছে ৷ তাই এই ‘ই-বর্জ্য’-কেই রিসাইকেল করে বিভিন্ন জিনিস তৈরি করা হচ্ছে ৷ যার মধ্যে রয়েছে অলিম্পিকের পদকও ৷

পাঠকের মতামত

Comments are closed.