196435

১৬ বছর বয়সে ধর্ষিত হয়েছিলেন পদ্ম লক্ষ্মী

ডেস্ক রিপোর্ট: মাত্র ১৬ বছর বয়সে ধর্ষিত হয়েছিলেন তিনি। তবে ঘটনার পর নিশ্চুপ ছিলেন। ভেবেছিলেন, নিজের দোষে ধর্ষণের শিকার হয়েছিলেন! ৩২ বছর পর এক নিবন্ধে সেই ধর্ষণের ঘটনা খুলে বলেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মডেল, অভিনেত্রী ও লেখিকা পদ্ম লক্ষ্মী।

গতকাল মঙ্গলবার নিউইয়র্ক টাইমসে ‘১৬ বছর বয়সে ধর্ষিত হয়ে চুপ ছিলাম’ শিরোনামে একটি নিবন্ধ লিখেছেন ৪৮ বছর বয়সী মার্কিন টিভি উপস্থাপক ও নারী অধিকারকর্মী পদ্ম লক্ষ্মী।

সেখানে পদ্ম লক্ষ্মী লিখেছেন, ‘তখন লেখাপড়ার পাশাপাশি একটি শপিংমলে খণ্ডকালীন চাকরি করতাম। অল্প দিনে প্রেম হয়ে যায় ২৩ বছরের চমৎকার এক তরুণের সঙ্গে। সেই প্রেমিকের সঙ্গে একদিন পার্টি শেষে তার অ্যাপার্টমেন্টে গিয়েছিলাম। ক্লান্তিতে চোখ বুজে এলে বিশ্রাম নিতে শুয়ে পড়ি। একপর্যায়ে তীব্র ব্যথায় আমার ঘুম ভেঙে যায়। সেসময় প্রেমিক আমার উপরে ছিল। সে বলেছিল, এটা কিছু সময়ের জন্য কষ্ট দেবে। তখন চিৎকার করে বাধা দিতে চেষ্টা করেছিলাম আমি।’
লক্ষ্মী লিখেছেন,‘নিজের সঙ্গে ওই ঘটনা ঘটার পরই বুঝেছিলাম, মেয়েরা এসব নিয়ে কেন মুখ খোলে না। তখন যদি কাউকে বলতাম, সবাই আমার দোষ দিত। ঘটনাটি ঘটার পর আমার নিজেরই মনে হয়েছিল, নিজের ভুলের কারণেই এটি ঘটেছে।’
অ্যামি অ্যাওয়ার্ড পাওয়া এই তারকা লক্ষ্মী লিখেছেন,‘১৯৮০ সালে প্রেম করতে গিয়ে ধর্ষণের শিকার হলে আমাদের বোঝার কথা নয়, সেটা ধর্ষণ নাকি সঙ্গম।’

৩২ বছর পর এই তারকা আরও লিখেন,‘পুলিশ কেন, ওই সময় কাউকে কিছু বলে কোনো লাভ হতো না। ভেবেছিলাম বড়দের জানাই। কিন্তু জানালেই তারা বলতেন, “ওই অ্যাপার্টমেন্টে গিয়েছিলে কেন?”’
কেবল প্রেমিকের হাতে ধর্ষণের ঘটনা নয়, শিশু বয়সে যৌন হেনস্থার ঘটনাও নিবন্ধে অকপটে তুলে ধরেছেন পদ্ম লক্ষ্মী। লিখেছেন, ৭ বছর বয়সে আমাকে যৌন হেনস্থার শিকার হতে হয়েছে। সে সময় এক আত্মীয় আমাকে আপত্তিকরভাবে স্পর্শ করতো। আমার হাত নিয়ে নিজের গোপনাঙ্গের উপর রাখতো। এটা পরে মা ও সৎ বাবাকে জানানোর পর তাকে ভারতে দাদা-দাদির কাছে পাঠিয়ে দেওয়া হয়।

-আমাদের সময়

পাঠকের মতামত

Comments are closed.