196448

এপারে ‘ভিলেন’, ওপারে ‘রানা পাগলা’

ডেস্ক রিপোর্ট: দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় শুক্রবার বাংলাদেশে মুক্তি পেয়েছে কলকাতার ছবি ‘ভিলেন’। আর কলকাতায় মুক্তি পাচ্ছে চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘রানা পাগলা : দ্য মেন্টাল’ ছবিটি। আমদানিকারক প্রতিষ্ঠান এনইউ আহমেদ ট্রেডার্সের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রতিষ্ঠানটির কর্ণধার কামাল কিবরিয়া লিপু বলেন, ‘আমরা সাফটার আওতায় গতকাল ভিলেন ছবিটি বাংলাদেশে মুক্তি দিয়েছি। দেশের প্রায় ৩৭টি সিনেমাহলে এটি মুক্তি দেওয়া হয়েছে। তার বিনিময়ে শাকিব খানের রানা পাগলা: দ্য মেন্টাল ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে।’

শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের (এসভিএফ) ব্যানারে ‘ভিলেন’ নির্মাণ করেছেন বাবা যাদব। এতে অভিনয় করেছেন অঙ্কুশ, মিমি চক্রবর্তী, ঋতিকা সেন প্রমুখ। গত দুর্গা পূজায় পশ্চিমবঙ্গে ছবিটি মুক্তি পেয়েছিল।

অন্যদিকে, ‘রানা পাগলা : দ্য মেন্টাল’ ছবিটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। এতে অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান, নুসরাত ইমরোজ তিশা, কণ্ঠশিল্পী পড়শীসহ অনেকে। ২০১৬ সালের ৭ জুলাই ছবিটি মুক্তি পায়।

—ইন্টারনেট থেকে

পাঠকের মতামত

Comments are closed.