195735

বিশ্বকাপের সেরা দলে জাহানারা

ডেস্ক রিপোর্ট  : সদ্যই শেষ হলো আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপটা খুব বাজে কেটেছে বাংলাদেশের। গ্রুপ পর্বে সবকটি ম্যাচেই পরাজিত হয়েছে টাইগ্রেসরা। তবে প্রাপ্তির খাতাটা একেবারে শূন্য থাকছে না বাংলাদেশের মেয়েদের। টুর্নামেন্টের সেরা দলে ১২তম সদস্য হিসেবে জায়গা করে নিয়েছেন একজন।সেই একজন নারী ক্রিকেটার হলেন জাহানারা আলম।

বাংলাদেশের নারী দলের মিডিয়াম পেসার জাহানারা টি-টোয়েন্টি বিশ্বকাপের ৪ ম্যাচে মোট ৬ উইকেট তুলে নিয়েছেন। তাঁর গড় ১০.১৬, স্ট্রাইকরেট ১২.০ এবং ইকোনোমি রেট ৫.০৮। ২৫ বছর বয়সী জাহানারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৩ রান খরচায় ৩ উইকেট নিয়েছিলেন। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ২১ রানে ৩ উইকেট তাঁর ঝুলিতে তুলে নেন। দারুণ বোলিং করেও বাংলাদেশকে কোনো ম্যাচ জেতাতে না পারার আক্ষেপটা থেকেই যাবে জাহানারার।

টুর্নামেন্টের সেরা দল

১. অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া)

ম্যাচ: ৬, রান ২২৫, গড় ৫৬.২৫, স্ট্রাইকরেট ১৪৪.২৩, সেরা: ৫৬* ২. স্মৃতি মান্দানা (ভারত) ম্যাচ: ৫, রান: ১৭৮, গড়: ৩৫.৬০, স্ট্রাইকরেট: ১২৫.৩৫, সেরা: ৮৩ ৩. অ্যামি জোনস (ইংল্যান্ড- উইকেটরক্ষক) ম্যাচ: ৫, রান: ১০৭, গড়: ৫৩.৫০, স্ট্রাইকরেট: ১১৩.৮২. সেরা: ৫৩*; ডিসমিসাল: ৪ ক্যাচ/১ স্ট্যাম্পিং ৪. হারমানপ্রিত কাউর (ভারত- অধিনায়ক) ম্যাচ: ৫, রান ১৮৩, গড়: ৪৫.৭৫, স্ট্রাইকরেট: ১৬০.৫২, সেরা: ১০৩ ৫. ডেন্ড্রা ডোটিন (ওয়েস্ট ইন্ডিজ) ম্যাচ: ৫, রান: ১২১, গড়: ২৪.২০, স্ট্রাইকরেট: ১০১.৬৮, সেরা: ৪৯; উইকেট: ১০, সেরা: ৫/৫ ৬. জাভেরিয়া খান (পাকিস্তান) ম্যাচ: ৪, রান: ১৩৬, গড়: ৪৫.৩৩, স্ট্রাইকরেট: ১৩০.৭৬, সেরা: ৭৪* ৭. এলিস পেরি (অস্ট্রেলিয়া) ম্যাচ: ৬, রান: ৬০, গড়: ৬০.০০, স্ট্রাইকরেট: ১২২.৪৪, সেরা: ৩৯*; উইকেট: ৯, সেরা: ৩/১৬ ৮. লেই ক্যাসপারেক (নিউজিল্যান্ড) ম্যাচ: ৪, উইকেট: ৮, গড়: ১১.৭৫, সেরা: ৩/১৯ ৯. অ্যানি শ্রাবসোল (ইংল্যান্ড) ম্যাচ: ৫, উইকেট: ৭, গড়: ১২.৫৭, সেরা: ৩/১০ ১০. ক্রিস্টি গর্ডন (ইংল্যান্ড) ম্যাচ: ৫, উইকেট: ৮, গড়: ১২.২৫, সেরা ৩/১৬ ১১. পুনম যাদব (ভারত) ম্যাচ: ৫, উইকেট: ৮, গড়: ১৫.০, সেরা: ৩/৩৩

১২. জাহানারা আলম (বাংলাদেশ)

ম্যাচ: ৪, উইকেট: ৬, গড়: ১০.১৬, সেরা: ৩/২১

 

পাঠকের মতামত

Comments are closed.