195726

ওয়েবসাইট নকলকারী এনামুল গ্রেফতার !

এনামুল দক্ষিণ কোরিয়ায় বসে বিভিন্ন অনলাইনসহ ২২টি নিউজ পোর্টাল নকল করে পরিচালনা করতেন বলে জানিয়েছেন র‌্যাব-২-এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী। তিনি বলেন, এনামুল বেশির ভাগ সময় হুবহু কপি করে নিউজ দিলেও মাঝেমধ্যে নিজের ইচ্ছামতো সরকারবিরোধী লেখা সেসব সাইটে প্রচার করতেন। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিভিন্ন জাতীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের আদলে ২২টি ওয়েবসাইট তৈরি করে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগে এনামুল হক নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল দুপুরে বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে বুধবার রাজধানীর দক্ষিণখান থেকে অপহরণের শিকার হয়েছিলেন এনামুল। এনামুলের বড় ভাই কামরুজ্জামান মাসুদ জানান, এনামুল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বৃত্তি নিয়ে দক্ষিণ কোরিয়ার কিওংপুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে (কেএনইউ) পিএইচডি করছেন। কিছুদিন আগে এনামুল দেশে বেড়াতে আসেন। বুধবার পাবনা থেকে স্ত্রীকে নিয়ে জামালপুর শ্বশুরবাড়ি যান। ওই দিনই ঢাকায় এসে আশকোনা এলাকায় বন্ধুর ছোট ভাইয়ের বাসায় ওঠেন।

বুধবার রাত ১টায় প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার কোরিয়া যাওয়ার কথা ছিল। আশকোনার বাসা থেকে রাত ১০টার দিকে বিমানবন্দরের উদ্দেশে বের হয়েছিলেন। এর পর থেকে নিখোঁজ ছিলেন এনামুল।
বৃহস্পতিবার গভীর রাতে ‘অপহরণকারী’ পরিচয়ে ফোনে এনামুলের পরিবারের কাছে শুক্রবার সকাল ৬টার মধ্যে দেড় লাখ টাকা দাবি করা হয়। শুক্রবার সকালে পরিবার সেই নম্বরে ১ লাখ টাকা পাঠিয়েও দেয়। এর পরও তার খোঁজ ছিল না। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে দক্ষিণখান থানায় এনামুল নিখোঁজ হওয়ার ব্যাপারে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। গতকাল দুপুরে দক্ষিণখান থানা থেকে তাদের জানানো হয়, এনামুলকে র‌্যাব উদ্ধার করেছে।

পাঠকের মতামত

Comments are closed.