195269

হাওয়াইয়ের নীলাকাশ ছেয়ে গেছে সালফারে

যুক্তরাষ্ট্রের হাওয়াই দীপপুঞ্জে বিগ দ্বীপে কিলাউয়া আগ্নেয়গিরি ভয়ঙ্কর অগ্নুৎপাত শুরু করেছে। এটির আগুনের লাভায় পুড়ে যাচ্ছে গাছপালা আর সেখানে ঘরবাড়ি। এছাড়া লাভা থেকে বিষাক্ত সালফার গ্যাসে ছেয়ে গেছে গোটা হাওয়াইয়ের আকাশ।

হাওয়াই দ্বীপপুঞ্জে যে পাঁচটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে সেগুলোর মধ্যে কিলাউয়া অন্যতম। বৃহস্পতিবার থেকে এর অগ্নুৎপাত শুরু হয়। এরপর তার তীব্রতা বাড়তে থাকে। ফলে শুক্রবার ওই অঞ্চলে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ১৯৭১ সালের পর প্রথমবারের মত এমন ভয়াবহ অগ্নুৎপাত হচ্ছে হাওয়াইতে।

লাভা আর বিষাক্ত গ্যাসে ছেয়ে গেছে হাওয়াই এর আকাশ। ইতোমধ্য কমপক্ষে ২৬টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে। আর ওই এলাকা থেকে প্রায় দুই হাজার লোককে সরিয়ে নেয়া হয়েছে। এরই মধ্যে এটি প্রায় চার লক্ষ্য বর্গফুট জায়গায় ছড়িয়ে পড়েছে। যা সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে।

মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, কিলাউয়া আগ্নেয়িগিরর বিভিন্ন শিরা বিস্ফোরিত হয়ে লাভা বেরিয়ে আসছে। লেইলানি এস্টেটে ওই আগ্নেয়গিরির ৮টি শিরা বিস্ফোরিত হয়। লেইলানির রাস্তায়ও লাভা এসে পড়েছে।

হাওয়াইয়ের রাজধানী হনুলুলুর টেলিভিশন চ্যানেল খোনকে স্থানীয় বাসীন্দা জেরেমিয়াহ ওসুনা জানান, ‘এটি অনেক উচ্চ শব্দ করছে এবং মনে হচ্ছে পাথর ভাঙ্গা হচ্ছে। আপনি এখানে শুধু সালফার আর গাছপোড়ার গন্ধ পাবেন।’

স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া এবং সেখানকার নিরাপত্তায় কাজ করছে মার্কিন নিরাপত্তা বাহিনী।

পাঠকের মতামত

Comments are closed.