194579

‘কেউ ভাবেনি আমি রান্না করতে পারবো’

 

ডেস্ক রিপোর্ট: আমি চুপচাপ থাকতে পছন্দ করি। যখন কোনো অনুষ্ঠানে যাই সেখানে কাজের বাইরে কারো সঙ্গে তেমন কথা বলা হয় না। দূর থেকে সেটি দেখে কেউ কেউ আমাকে রাগী মনে করেন। আবার অনেকেই আমাকে অহংকারী ভাবেন-কথাগুলো বললেন চলতি সময়ের গ্ল্যামারাস উপস্থাপিকা মারিয়া নূর। তিনি আরো বলেন, আমার মধ্যে কোনো প্রকার অহংকার নেই। কেউ আমার সঙ্গে কথা বলতে চাইলে আমি সুন্দর ভাবেই কথা বলি।
ছবি তুলতে চাইলে হাসিমুখে তার সঙ্গে ছবি তুলি। পরবর্তীতে আমার সম্পর্কে তার ভুল ধারণাটি ভেঙ্গে যায়। মারিয়া নূর তারকাখ্যাতি পেয়েছেন উপস্থাপনার মাধ্যমে। বিশেষ করে ক্রিকেট বিষয়ক টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে সবার কাছে পরিচিতি পান তিনি। সফলতার আজকের এই অবস্থানের জন্য সংবাদকর্মীদের ভূমিকা কতটুকু রয়েছে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, সাংবাদিক ও শিল্পীরা পরিপূরক। আমি আমার যোগ্যতায় হাঁটছি। কিন্তু আমার কাজগুলো সাংবাদিক ভাই/বন্ধুরা দর্শক-ভক্তদের কাছে পৌঁছে দিচ্ছেন। না হলে দর্শকরা সঠিকভাবে জানতেন না আমি কি করছি, অথবা আমার নতুন কি অনুষ্ঠান টিভিতে আসছে। আমি মনে করি, সাংবাদিক ও শিল্পীদের মধ্যে বরাবরই সু-সর্ম্পক থাকা উচিত। কারণ আমরা কেউ কাউকে ছাড়া সম্পূর্ণ নই। মারিয়া নূর বর্তমানে নাগরিক টিভির ‘মারিয়ার রান্না ঘর’ শিরোনামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন। ৪ঠা মার্চ থেকে এই অনুষ্ঠানটি নাগরিক টিভিতে প্রচার শুরু হয়েছে। প্রতি সপ্তাহের সোম-মঙ্গলবার এটি প্রচার হচ্ছে বলে জানান মারিয়া নূর। অনুষ্ঠানটি পরিচালনা করছেন আনিসুর রহমান। ক্রিকেট বিষয়ক ও লেট নাইট কফি অনুষ্ঠানের বাইরে এ পর্দাকন্যাা প্রথমবারের মতো এভাবে নতুন আঙ্গিকে দর্শকের সামনে এলেন। এই পরিবর্তনের কারণ সর্ম্পকেও জানান তিনি। তিনি বলেন, এটা একটা ভিন্ন আয়োজনের অনুষ্ঠান। কেউ ভাবেনি আমি রান্না করতে পারবো। কিন্তু রান্না করাটা আমার একটা শখ। বাসায় আমি নিজেই রান্না করি। এছাড়া আমার মনে হলো দর্শকের জন্য নতুন কিছু করা প্রয়োজন। বলা যায়, সেই ভাবনা থেকে এই অনুষ্ঠানটি করা। দর্শকের কাছ থেকে এটির জন্য বেশ সাড়া পাচ্ছি। টিভি অনুষ্ঠানের বাইরে কর্পোরেট অনুষ্ঠানগুলো নিয়েও মারিয়া ব্যস্ত সময় পার করছেন। আসছে ২রা এপ্রিল বিভোর নামে একটি মোবাইল ফোনের লঞ্চিং অনুষ্ঠান উপস্থাপনা করবেন তিনি। এদিকে সম্প্রতি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার শুরু হয়েছে মারিয়া নূরের মডেল হওয়া প্যারাসুটের নতুন একটি বিজ্ঞাপন। এটি নির্মাণ করেছেন শামিম খান। চলতি বছরে ফাহাদ খানের নিদের্শনায় ‘রুচি ঝাল চানাচুর’র একটি বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। এদিকে মারিয়া নূর এখন প্রস্তুতি নিচ্ছেন ঈদের নাটকে অভিনয়ের জন্য। আসছে ঈদের কয়েকটি নাটকে তাকে দেখা যাবে বলে জানিয়েছেন তিনি। অভিনয় প্রসঙ্গে মারিয়া নূর আরো বলেন, আমি বিশেষ দিবসের নাটকে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। এরইমধ্যে কয়েকটি নাটকের স্ক্রিপ্ট হাতে পেয়েছি। কিন্তু কার নাটকে অভিনয় করবো সেই সর্ম্পকে বিস্তারিত পরে জানবো। মারিয়া নূরকে কি শুধু ছোট পর্দায় দেখা যাবে? নাকি বড় পর্দায়ও তার কাজ করার ইচ্ছে রয়েছে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, অনেক ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। সেগুলো সব নাচ-গানের। কিন্তু নাচ-গানের ছবিতে অভিনয় করার কোনো আগ্রহ আমার নেই। বানিজ্যিক ছবির নায়িকাদের মতো নিজেকে দেখতে চাই না। গল্প-ভিত্তিক কোনো চলচ্চিত্রের গল্প পেলে সেটিতে কাজ করব। আলাপনের সর্বশেষ তার কাছে জানতে চাওয়া হয় আমাদের শোবিজের হাল-হকিকত সম্পর্কে। আমাদের শোবিজ অনেক সুন্দর একটি জায়গা বলেই মন্তব্য করেন মারিয়া নূর। তিনি আরো বলেন, আমি এখন পর্যন্ত এমন কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হইনি যার জন্য শোবিজ নিয়ে নেতিবাচক কিছু বলতে হবে। কর্পোরেট, শোবিজ কিংবা ব্যাংকসহ সব ক্ষেত্রেই ভালো-মন্দ আছে। শোবিজের প্রতি সবার আগ্রহ থাকে বেশি। সেই কারণে আমি মনে করি নেতিবাচক বিষয়গুলোকে বড় আকারে প্রকাশ করে মানুষের কাছে নিজেদের ছোট না করাই ভালো। সুত্র মানবজমিন

পাঠকের মতামত

Comments are closed.