193992

স্টিফেন হকিংয়ের মৃত্যুতে যে মর্মস্পর্শী বার্তা দিলেন মিথিলা

ডেস্ক রিপোর্ট:  বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং আর নেই। ৭৬ বছর বয়সে আজ বুধবার তিনি মারা যান। স্টিফেন হকিং পৃথিবীর সেরা মহাকাশবিজ্ঞানীদের একজন, যাঁর লেখা এ ব্রিফ হিস্ট্রি অব টাইম সর্বকালের সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইয়ের একটা।

মিথিলাব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর ও আপেক্ষিকতা নিয়ে গবেষণার জন্য বিখ্যাত ছিলেন ব্রিটিশ এই পদার্থবিদ। লুসি, রবার্ট ও টিম নামে স্টিফেন হকিংয়ের তিন সন্তান। তাঁরা বলেছেন, ‘আমরা গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় বাবা আজ মারা গেছেন। তিনি বিখ্যাত এক বিজ্ঞানী ছিলেন। তাঁর কাজ দীর্ঘদিন বেঁচে থাকবে।’

এদিকে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সারাবিশ্বে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন সবাই। এবার স্টিফেন হকিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করতে দেখা গেলো ছোট পর্দার প্রিয়মুখ মিথিলাকে। তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে লিখেছেন, ‘Thank you for enlightening the humankind.
Rest in peace.’

পাঠকের মতামত

Comments are closed.