193785

ও কাদেরকে কাউয়া বলা যাবে না, অসৎ মেয়েটি কে ?

ইদানিং এক শ্রেণীর লোক ওবায়দুল কাদেরকে টেলিভিশনের পর্দায় দেখলেই কাউয়া কাউয়া বলে চিৎকার করতে থাকে। বিষয়টি কতটা প্রাসঙ্গিক তা ভাবতে হবে। কাউয়া বলা হয় যারা কোন কিছুতে উড়ে এসে জুড়ে বসে। সেই হিসেবে ওবায়দুল কাদেরকে কাউয়া বলা যাবে না কেননা বাংলাদেশের রাজনীতিতে তিনি উড়ে এসে জুড়ে বসেন নাই।

ও কাদেরের রাজনৈতিক ইতিহাস অন্যকোন নেতার চাইতে কোন অংশে কম নয়। স্কুল জীবন থেকেই ওবায়দুল কাদের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। অবশ্য ক্ষণকালের জন্য জাসদ ছাত্রলীগের সঙ্গে যুক্ত হয়েছিলেন। ১৯৬৮ সালে তিনি বৃহত্তর নোয়াখালী জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ছিলেন। এই সময় আমি বৃহত্তর নোয়াখালী ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম। ঐ সময় আমরা দুজনে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে ছিলাম। তারপর কাদের কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির পদ অলংকৃত করেছিলেন। ডাকসুর ভিপি পদে পরাজিত হলেও ছাত্রসমাজে সেই সময় খুবই জনপ্রিয় ছিলেন। দলের জন্য অসংখ্য মামলায় জড়িত হয়েছেন, কারাবরণও করেছেন।

সবশেষে একুশে আগস্টের গ্রেনেড হামলায় আহত হয়ে ভারতের দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মোটকথা তার রয়েছে একটি গৌরব উজ্জল রাজনৈতিক ইতিহাস। সাম্প্রতিককালে তিনি উড়ে আসা জুড়ে বসা হাইব্রিডদের কাউয়া বলে আখ্যায়িত করেছিলেন অথচ এখন তাকে লোকে দেখলেই কাউয়া বলে সমালোচনা করে। যুবলীগ চেয়ারম্যান প্রথম কাদেরকে কাউয়া শব্দটি উচ্চারণ করতে নিষেধ করেন। মোটকথা বিভিন্ন কারণে বিভিন্ন শ্রেণীর পেশার লোকদের মাঝে শব্দটি ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। এদিকে হঠাৎ একটি মেয়ে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে একটি ভিডিও ভাইরাল করেছে।

এতে যে যাই বলুক কাদেরের ভাব-মূর্তি যথেষ্ট ক্ষুণœ হয়েছে। বিভিন্ন সময়ে কাদেরের নারীপ্রতি বিষয়টিকে খানিকটা গ্রহণযোগ্য করেছে। তবুও মেয়েটির এইরূপ আচারণকে এই মূহুর্তে সমার্থন করার সুযোগ নেই। ওবায়দুল কাদেরকে কাউয়া বলা যাবে না ঠিকই কিন্তু ওবায়দুল কাদের এখন সম্পূর্ণ কাউয়া পরিবেষ্টিত । ওবায়দুল কাদেরের চারদিকে কাউয়া ছাড়া অন্যদের দেখা যায় না। আ.লীগের সিনিয়র নেতাদের একজনও কাদেরকে পছন্দ করে না সেটি সর্বজনবিদীত। ২১শে ফেব্রুয়ারি ৩২ নম্বরে নম্বরে ফুল দিতে গিয়ে তোফায়েল ভাই কাদেরকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেয় এটাকেও বিরক্তির বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে।

মোটকথা ইদানিং কাদেরের দিনকাল ভাল যাচ্ছে না। একদিকে মহিলাটির ভিডিও ভাইরাল অন্যদিকে ৭ই মার্চের মহাসমাবেশে কাদেরকে তেমনটি মূল্যায়ন করা হয়নি। তবুও কাদের হাইব্রিড নয় অবশ্য হাইব্রিড পরিবেষ্টিত। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসলেই তার জন্য মঙ্গল হবে।

পাঠকের মতামত

Comments are closed.