193704

নারী দিবসে পাঁচ তারকার ভাবনা

 

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক নারী দিবস আজ। এই দিনটিকে বিশ্বের প্রতিটি নারীর জন্য একটি বিশেষ দিন হিসেবে পালন করা হয়। বিভিন্ন ক্ষেত্রের মতো আমাদের শোবিজের নারী তারকাদের মনেও রয়েছে এ দিনটিকে ঘিরে বিশেষ ভাবনা। তেমন পাঁচ নারী তারকার ভাবনা তুলে ধরা হলো এ আয়োজনে

ফেরদৌসী মজুমদার
নারী আমার পরিচয়। আমি নারী এটি আমার গর্ব। আজকের এই দিনে সকল নারীর জন্য রইলো আমার পক্ষ থেকে শুভেচ্ছা।
নারীরা তাদের মেধা ও যোগ্যতা দিয়ে আরো এগিয়ে যাবে বলে আমি প্রত্যাশা করছি। রাজনীতি, সমাজ, চিকিৎসা ও শোবিজ সব মাধ্যমেই নারীরা তাদের অবদান রাখছেন। কোনো দিক থেকেই নারীরা পিছিয়ে নেই বলে আমি মনে করি। তবুও পুরুষশাসিত সমাজে নারীদের কিছু প্রতিবন্ধকতা থাকে। কিন্তু নারীদের সেই প্রতিবন্ধকতা তাদের সাহস-কর্মস্পৃহা দিয়ে অতিক্রম করতে হবে। এটিও সত্য নারী এককভাবে কিংবা পুরুষ এককভাবে পৃথিবীকে সুন্দর করতে পারবে না। আজকের দিবসটি উদযাপনের পাশাপাশি নারীদের এগিয়ে যাওয়ার সংগ্রাম যেন অব্যাহত থাকে এ কামনা করি।

রোকেয়া প্রাচী
নারী দিবসে সারা বিশ্বের নারীরা মনে করিয়ে দেয় নারী হলো স্পেশাল। তবে আমি মনে করি নারী ও পুরুষের সমাঝোতার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। উভয়ের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিশ্বকে আরো সুন্দর করতে হবে। পুরুষরা আমাদের বিপক্ষের শক্তি নয়। একজন নারীর জয় মানেই একজন পুরুষের জয়। আবার একজন নারীর পরাজয়ও একজন পুরুষের পরাজয়। আজকের দিনে আমি বলতে চাই, নারীদের নিজ থেকে জাগ্রত হতে হবে। নারীর জাগরণের বহিঃপ্রকাশ ঘটে তার ইচ্ছের মাধ্যমে। সব প্রতিবন্ধকতা দূর করে নারীরা প্রত্যেক মাধ্যমে আরো বেশি ভূমিকা পালন করবে বলে আমি আশা করছি। একইসঙ্গে পুরুষেরাও নারীদের দিকে সহযোগিতা ও ভালোবাসার হাত বাড়িয়ে দেবে বলে আমার প্রত্যাশা।

বিজরী বরকতউল্লাহ
নারী দিবস বিশেষ কোনো রঙের পোশাক পরে ঘুরে বেড়ানো এবং উপহার আদান-প্রদানের জন্য নয়। এটি নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার দিন বলেই মনে করি। প্রত্যেকদিনই নারীকে সচেতন হতে হবে। দেখতে হবে সে তার নিজের অধিকারগুলো ঠিকমতো পাচ্ছে কি না। আর এই চর্চাটা শুরু হবে একেবারে ঘর থেকে। সম্মান করতে হবে মা, বোন, ভাবী, শাশুড়িসহ ঘরের সকল নারী সদস্যকে। তখনই নারী দিবসের আসল তাৎপর্য আসবে। নারীদের নিজ উদ্যেগে দেখিয়ে দিতে হবে তারা কী করতে পারেন। পুরুষশাসিত সমাজে নারীদের প্রথমে অনেক কিছুই করার জন্য সমর্থন দেয়া হয় না। প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় নারীর কাছের মানুষেরা। কিন্তু সাহস ও আন্তরিকতার মধ্য দিয়ে এই প্রতিবন্ধকতা নারীদেরই দূর করতে হবে।

ন্যান্‌সি
আমাদের সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক। কিন্তু এটি পরিচালিত হয় মাতৃতান্ত্রিক ব্যবস্থায়। নারীরা আমাদের সমাজে অবহেলিত এটি আমি পুরোপুরি মেনে নিতে পারি না। নারীরা যদি সমাজে অবহেলিত হতো তবে আমি আজ গায়িকা ন্যান্‌সি হতে পারতাম না। আমাদের দেশের দুটি রাজনৈতিক দলের প্রধান হচ্ছেন নারী। দেশের প্রধানমন্ত্রী নারী। আরো অনেক গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নারীরা প্রতিষ্ঠিত। আমি মনে করি দু-একটি বিশৃঙ্খলার দ্বারা কোনোদিন পুরো জাতিকে বিচার করা উচিত নয়। আমাদের নারীদের এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সঠিক শিক্ষা। সেই শিক্ষা শুরু করতে হবে প্রতিটি পরিবার থেকেই। একজন মুক্তমনা, শিক্ষিত, রুচিশীল, সংগ্রামী, আদর্শ মা পারেন তার কন্যাকে মানুষ হিসেবে গড়ে তুলতে।

মেহজাবিন
প্রত্যেক পুরুষের জীবনে এক বা একাধিক নারী থাকে। সেটা হতে পারে মা, বোন, স্ত্রী। তাই প্রতিটি পুরুষের জীবনে নারীর অবদান অনেক। আর সমাজে বাস করার ক্ষেত্রে নারী পুরুষ একসঙ্গে চলতে পারলে সবদিক দিয়ে উন্নতি করা সম্ভব। এখন মিডিয়ায় পুরুষের পাশাপাশি নারীরাও দিব্যি কাজ করে যাচ্ছে। তারাও এই অঙ্গনকে সমৃদ্ধ করছে। আগামীতে আমাদের দেশে নারীদের অবদান আরো বেশি হবে বলে আমি আশাবাদী।  সুত্র মানবজমিন

পাঠকের মতামত

Comments are closed.