193731

একুশ জন চলচ্চিত্র পরিচালককে সম্মাননা প্রদান করলো পরিচালক সমিতি

 

ডেস্ক রিপোর্ট: ১৯৭৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত চলচ্চিত্রের যেসব গুণী পরিচালকরা একুশে পদক পেয়েছেন, তাদের বিশেষ সম্মাননা প্রদানের উদ্দেশ্যে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি গতকাল একটি অনুষ্ঠানের আয়োজন করে। এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে গতকাল সকাল ১১টায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিশেষ অতিথি হিসেবে এফডিসির পরিচালক (প্রশাসন ও অর্থ) লক্ষণ চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার এবং অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পরিচালক বদিউল আলম খোকন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে মুশফিকুর রহমান গুলজার বলেন, ২১ জন একুশে পদক প্রাপ্ত পরিচালকদের মধ্যে আজ অনেকেই আমাদের মাঝে নেই। তাই তাদের পরিবারের মানুষদের সঙ্গে যোগাযোগ করে আমরা যাদের পেয়েছি তাদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেয়া হচ্ছে। দেরিতে হলেও এমন একটি কাজ করতে পেরে পরিচালক সমিতি আনন্দিত।
একুশে পদকপ্রাপ্ত পরিচালকদের মধ্যে মরহুম জহির রায়হানের পক্ষে তার স্ত্রী কোহিনুর আক্তার সুচন্দা, মরহুম ওবায়েদ উল হকের পক্ষে তার কনিষ্ঠ ছেলে সাজ্জাদ বারী, মরহুম সৈয়দ শামসুল হকের পক্ষে তার ছেলে দ্বিতীয় শামসুল হক, আমজাদ হোসেন অসুস্থ থাকার কারণে তার পক্ষে তার মেয়ে শায়লা শারমিন, মরহুম হুমায়ূন আহমেদের পক্ষে তার স্ত্রী মেহের আফরোজ শাওন, মরহুম আলি মনসুরের পক্ষে তার ভাই আলি কাওসার, স্বর্গীয় সুভাষ দত্তের পক্ষে তার নাতি বেদান্ত মজুমদার, মরহুম আব্দুল্লাহ আল মামুনের পক্ষে তার মেয়ে দিবা নার্গিস, মরহুম আব্দুল জব্বার খানের পক্ষে তার তৃতীয় পুত্র নওশের হায়াত খান, গাজী মাজহারুল আনোয়ার, মরহুম খান আতাউর রহমানের পক্ষে তার মেয়ে রুমানা ইসলাম, মরহুম চাষী নজরুর ইসলামের পক্ষে তার স্ত্রী জোৎস্না কাজী, মরহুম তারেক মাসুদের পক্ষে তার ভাই তৈয়ব মাসুদ, পরিচালক তানভীর মোকাম্মেলের পক্ষে তার সহকারী রানা মাসুদ, ড. অরূপ রতন চৌধুরী ও চলচ্চিত্রের পরিচিত মুখ ইলিয়াস কাঞ্চনসহ উপস্থিত সবাই তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর হাত থেকে পুরস্কার সূচক সম্মাননা ক্রেস্ট ও উত্তোলীয় গ্রহণ করেন। এছাড়া মরহুম কলিম শরাফী, মরুহুম সাদেক খানের পদকটি পরিচালক সমিতিতে সংরক্ষিত থাকবে। এছাড়া অনুষ্ঠানে নানা কারণে এটিএম শামসুজ্জামান, নাসির উদ্দিন ইউসুফ, সৈয়দ হাসান ইমাম উপস্থিত হতে পারেননি। তবে তাদের পুরস্কার পরিচালক সমিতির কক্ষে সংরক্ষিত থাকবে বলে অনুষ্ঠানে জানানো হয়। সুত্র মানবজমিন

পাঠকের মতামত

Comments are closed.