193535

সেদিনের ঘটনা নিয়ে মুখ খুললেন বনি কাপুর

ডেস্ক রিপোর্টঃ   শ্রীদেবীর মৃত্যুর পরে কেটে গেছে বেশ কয়েকটা দিন। এ দিনগুলোতে নানা মাধ্যমে একটু একটু করে গোটা ঘটনার বিবরণ জানা গেলেও এবার মুখ খুললেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর। জানালেন ঠিক কী ঘটেছিল সেদিন। এ খবর প্রকাশ করেছে ভারতীয় কয়েকটি দৈনিক। সেসব খবরে বলা হয়, দীর্ঘদিনের বন্ধু এবং বক্স অফিস বিশেষজ্ঞ কমল নাহতার সঙ্গে নিজের জীবনের সবচেয়ে ভয়াবহ সেই রাতের কথা বিস্তারিত জানিয়েছেন বনি। পুরো ঘটনাটি নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ারও করেছেন নাহতা।

টুইট অনুযায়ী, শ্রীদেবীকে চমকে দেওয়ার জন্যই দ্বিতীয়বার দুবাই গিয়েছিলেন বনি। স্ত্রীর জন্য সারপ্রাইজ ডিনারের আয়োজনও করেছিলেন তিনি। দুবাইয়ের জুমিরাহ এমিরেটস টাওয়ার হোটেলের ২২০১ নং ঘরে ছিলেন কাপুর দম্পতি। নাহতা আরও লিখেছেন যে, ডিনারে যাওয়ার আগে গোসল করতে গিয়েছিলেন শ্রীদেবী।

অন্যদিকে সোফায় বসে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ক্রিকেট খেলায় মগ্ন ছিলেন বনি। বাথরুমে ২০ মিনিট পার হয়ে গেলেও শ্রীদেবী বেরোননি। তখনই উদ্বিগ্ন হন বনি। বারবার শ্রীদেবীকে ডাকতে থাকেন। বহুবার ডাকা সত্ত্বেও শ্রীদেবী দরজা খোলেননি। এ কারণে ভয় পেয়ে গিয়েছিলেন বনি কাপুর। এর পরই দরজায় ধাক্কা মারেন তিনি। ভিতর থেকে ছিটকিনি আটকানো না থাকায় প্রথম ধাক্কাতেই খুলে যায় বাথরুমের দরজা।

তার পরের দৃশ্যের কথা বলতে গিয়ে বেশ ভেঙে পড়েছিলেন বনি। শ্রীদেবীর সঙ্গে নিজের দাম্পত্য জীবনের প্রসঙ্গে প্রশ্ন ওঠায় বনি জানিয়েছেন, ২৪ তারিখ সকালেও তার সঙ্গে শ্রীদেবীর কথা হয়েছিল। কিন্তু নিজের দুবাই আসার কথা তিনি লুকিয়ে গিয়েছিলেন অভিনেত্রীর কাছে। দুবাইয়ের সময় অনুযায়ী সন্ধ্যা ৬টা ২০ মিনিট নাগাদ হোটেলে পৌঁছান বনি। তিনি আরও জানিয়েছেন, ২৪ বছরের বিবাহিত জীবনে মাত্র দু’বার, নিউ জার্সি এবং ভ্যানকুভার-এ শুটিংয়ের কাজে বনিকে ছেড়ে বিদেশ যেতে হয়েছিল শ্রীদেবীকে।

সেই দু’ বারেও নিজের বন্ধুর স্ত্রীকে শ্রীদেবীর দেখাশোনা করতে পাঠিয়েছিলেন বনি। তাছাড়া কখনও তাকে ছাড়া একা বিদেশ যাননি শ্রীদেবী। দুবাইয়ে গিয়ে প্রথম দু’দিনের জন্য একা থাকতে হয়েছিল শ্রীদেবীকে। ‘শ্রী’হীন এই জগতে আজ একদমই একা হয়ে গিয়েছেন বনি কাপুর। স্মৃতি রোমন্থন করতে বসে বারবার তার ‘জান’-এর সঙ্গে প্রথম দেখার দৃশ্যই ফুটে উঠছে বনি কাপুরের চোখের সামনে। সেই স্মৃতি বুকে নিয়েই নিজের বাকি জীবন কাটাতে চান বলিউডের এ খ্যাতিমান প্রযোজক। এমনটাই তিনি জানিয়েছেন বন্ধু কমল নাহতাকে।

সুত্রঃ মানব জমিন

পাঠকের মতামত

Comments are closed.