193565

ক্যাট হাউজে যত কাহিনী

 

ডেস্ক রিপোর্ট: আজ আরটিভিতে প্রচার হবে ধারাবাহিক নাটক ক্যাট হাউজ। মানস পালের রচনা ও আকাশের পরিচালনা নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, মীর সাব্বির,ইন্তেখাব দিনার, ফজলুল রহমান বাবু, রাশেদ মামুন অপু, ডলি জহুর, মনিরা মিঠু, নাদিয়া, ফারজানা রিক্তা , জামাল রাজা সানজিদা প্রমূখ।

নাটকটি প্রচার হবে প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৭ টা ৩০ মিনিটে আরটিভিতে।

নাটকের গল্পে দেখা যাবে, বাড়ির নাম দখিনা হাওয়া। এ বাড়ির মালিককে সবাই আ হা খান নামেই চেনে। পুরো নাম- আবুল হাসান খান। আ হা খানের বড় মেয়ে চৈতি ইতিহাসে পড়াশোনা শেষ করে বাংলা ভাষা নিয়ে গবেষনা করছে। এই বিষয়ে যে তাকে সবসময় সহযোগীতা এবং উৎসাহ দেয় সে তার বাধ্য স্বামী ডাঃ ইয়াকুব। এমবিবিএস ডাক্তার ভেবেই ফেসবুকে ইয়াকুবের সাথে প্রেম করে বিয়ে করার পর জানতে পারে সে হোমিও ডাক্তার। বিয়ের পর থেকেই সে ঘরজামাই। তার আপন দুই ভাই মফিজ ও ইজ্জত আলীও এই বাড়িতে থাকে তার কম্পাউন্ডার হিসেবে।

মেজমেয়ে আঁখি ব্যস্ত ব্যান্ড সঙ্গীত নিয়ে। গলায় বেহাল দশা বলেই তার ব্যান্ড সঙ্গীত বেছে নেওয়া। ঝগড়াটে ও বদমেজাজী বলেই কোন ছেলে তার ধারে ঘেষতে ভয় পায়। তবে একজন ব্যতিক্রম, সে মফিজ। মফিজকে তার পছন্দ হয়না। সে পছন্দ করে ভাড়াটিয়া বনিকে। তিন ভাইবোনের মধ্যে সে বড়। তাদের বাবা মা নেই তাই ফুফু যুথিমালার কাছে মানুষ সবাই। ফুফু এখনো কুমারি। তবে বর্তমানে আ হা খানকে দেখলেই তার মনের ভেতর তার মনটা কেমন যেন করে উঠে। আ হা খানেরও তাই হয়।

ছোট মেয়ে তিথি খুব দস্যি। বখাটে টাইপের ছেলেদের তার পছন্দ। তিন বোনের প্রথম তিন অক্ষর দিয়ে এলাকার যুবকরা এব বাড়ির নাম রেখেছে ক্যাট হাউজ। এ বাড়িতে হঠাৎ রাজু নামের একজনের আবির্ভাব হয়। তার দাবী সে যুক্তরাষ্ট্রপ্রবাসী এবং আ হা খানের ভাগ্নে। সবার ধারণা সে সম্পত্তির দাবিতে এ বাড়িতে এসেছে। সবাই বিভিন্ন ভাবে রাজুকে তাড়ানোর চেষ্টা করে কেউ কেউ আবার সম্পত্তির ভাগের জন্য তার সাথে হাত মিলায়। কোনও কিছুতেই কাজ হচ্ছেনা বিধায় সবাই মিলে রাঙামাটি ভ্রমণ করতে যায়। সেখান থেকে রাজু কিডন্যাপ হয়। কিন্তু কে করল কিডন্যাপ? কেউ স্বীকার করেনা। তাহলে কি তৃতীয় পক্ষের কেউ? কে সে তৃতীয় পক্ষ? কাহিনীর শেষে সব প্রশ্নের উত্তর মেলে। সুত্র কালের কণ্ঠ

পাঠকের মতামত

Comments are closed.