193526

নতুন পরিচয়ে

 

ডেস্ক রিপোর্ট: নুসরাত ফারিয়া উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বড় পর্দায় অভিনয় করে পান আকাশচুম্বী জনপ্রিয়তা। এখন দুই বাংলায় তার ছবি দর্শক দেখছে। এপারের পাশাপাশি ওপার বাংলাতেও তার ভক্তের সংখ্যা বেড়েছে। এবার দুই বাংলার ভক্তদের জন্য নতুন পরিচয়ে হাজির হচ্ছেন তিনি। গতকাল সকালে মানবজমিনকে এ খবর জানালেন নুসরাত ফারিয়া। এবার গায়িকা হিসেবে দর্শক-শ্রোতার সামনে হাজির হতে যাচ্ছেন তিনি।
এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া মানবজমিনকে বলেন, এবার নতুন পরিচয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছি। একটা গান করেছি। গানের নাম ‘পটাকা’। বলা যায়, অনেকটা গোপনে গানের রেকর্ডিং শেষ করেছি। গানটির কথা লিখেছেন রাকিব হাসান রাহুল এবং সুর করেছেন প্রীতম হাসান। এরইমধ্যে গানের কাজ শেষ হয়েছে। এবার মিউজিক ভিডিওর কাজে আগামী ১৬ই মার্চ মুম্বই রওনা করব। আসছে এপ্রিলে গানের মিউজিক ভিডিওসহ দর্শকের সামনে হাজির হব। আশা করি, সবার ভালো লাগবে গানটি। প্রাতিষ্ঠানিকভাবে শেখা না হলেও অনেকদিন ধরেই গানের চর্চা করেছেন ফারিয়া। টানা চর্চার পর গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। আর এ গানটির মিউজিক ভিডিও পরিচালনার পাশাপাশি কোরিওগ্রাফি করবেন ভারতের বাবা যাদব। তবে, ফারিয়ার সঙ্গে মডেল হিসেবে কে থাকবেন তা এখনই জানাতে চাননি তিনি। এদিকে নুসরাত ফারিয়াকে দর্শক সবশেষ ‘ইন্সপেক্টর নটিকে’ ছবিতে দেখেছেন। আশোক পতি পরিচালিত এ ছবিতে কলকাতার জনপ্রিয় মুখ জিৎ’র বিপরীতে অভিনয় করেন ফারিয়া। এ পর্দাকন্যা কাজের বাইরে গতকাল সকাল থেকে অন্যরকম সময় কাটাচ্ছেন বলেও জানান। ময়মনসিংহের রাইমনি গ্রামের লে. জে. এম হারুনুর রশীদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গতকাল সময় কাটান তিনি। সেখানে সময় কাটানো স্কুল শিক্ষার্থীদের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেন। এ প্রসঙ্গে ফারিয়া বলেন, আমার পরিবারের সদস্যরা এ স্কুলের সঙ্গে জড়িত। এখানে স্পোর্টস ডে চলছে। তাই সারাদিন এখানকার বাচ্চাদের সঙ্গে আনন্দে সময় কাটাচ্ছি। এটা আমার জন্য অন্যরকম ভালোলাগার জায়গা। এখানে পরিবারের মতো আমিও বছরে কিছু অর্থ দেয়ার চেষ্টা করি। আমার খুব ভালো লাগে। ইচ্ছে আছে আমার নতুন গানের ভিডিও থেকে যে অর্থ আয় হবে সেখান থেকেও একটা অংশ এই স্কুলের ফান্ডে জমা দেব। এ পর্যন্ত ফারিয়াকে ‘ইন্সপেক্টর নটিকে’ ছাড়া ‘আশিকি’, ‘হিরো ৪২০’, ধেৎতেরিকি’, ‘প্রেমী ও প্রেমী’, ‘বস টু’ ছবিগুলোতে দর্শক ভিন্ন ভিন্ন চরিত্রে দেখেছেন। সুত্র মানবজমিন

পাঠকের মতামত

Comments are closed.