193447

বিনা কর্তনে ‘বিজলী’

 

ডেস্ক রিপোর্ট: বিনা কর্তনে সেন্সর সনদ পেয়েছে ববি অভিনীত ‘বিজলী’ ছবিটি। গতকাল ছবিটি সেন্সর সনদ পেয়েছে বলে জানান ছবির নির্মাতা ইফতেখার চৌধুরী। তিনি বলেন, ছবিটি সেন্সর বোর্ডের সবাই খুব পছন্দ করেছেন। শিগগিরই সিনেমাটি মুক্তির তারিখ জানানো হবে। এদিকে ‘বিজলী’ ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন ববি। ছবিটি নিয়ে ববি বলেন, সায়েন্সফিকশন ছবিতে এটাই আমার প্রথম কাজ।
‘বিজলী’ বাংলাদেশের প্রথম সুপারহিরো-সুপারহিরোইন মুভি হতে যাচ্ছে। হলিউডে যেমন ওয়ান্ডার ওম্যান, স্পাইডারম্যান, সুপারম্যান, বলিউডে রাওয়ান, কৃষ, রোবট, ঠিক তেমনই এই সিনেমা। তিনি আরো বলেন, বাংলাদেশে এ ধরনের সিনেমা আগে নির্মিত হয়নি। সুপারহিরো-সুপারহিরোইন মুভি হলেও গল্পটি এদেশের প্রেক্ষাপটেই তৈরি হয়েছে। সিনেমার গল্পটি ইলেকট্রিক পাওয়ার নিয়ে। এ সিনেমা নির্মাণের আগে মনে হয়েছে, হলিউড-বলিউডে যদি সুপার পাওয়ার নিয়ে ছবি হতে পারে, ঢালিউডে কেন হবে না। সে ভাবনা থেকেই চ্যালেঞ্জটা নিয়েছি। ২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় নাম লেখান ববি। এরপর কিছুটা বিরতি দিয়ে ‘দেহরক্ষী’ সিনেমায় অভিনয় করেন তিনি। মূলত এই সিনেমার পর থেকেই একের পর এক ছবিতে অভিনয় করে দর্শকদের কাছে দারুণ জনপ্রিয়তা অর্জন করেন। বর্তমানে ববি ‘নোলক’, ও ‘বেপরোয়া’ নামে দুটো সিনেমায় কাজ করছেন। সুত্র মানবজমিন

পাঠকের মতামত

Comments are closed.