193432

এক উৎসবে তারা

 

ডেস্ক রিপোর্ট: রোজিনাজাঁকজমকপূর্ণভাবে পালিত হতে যাচ্ছে রাজবাড়ীর আবোল-তাবোল শিশু সংগঠনের রজতজয়ন্ত্মী। পলস্নীকবির মধুর চরণ ‘তুমি যাবে ভাই, যাবে মোর সাথে’কে সঙ্গী করে আজ থেকে ৩ মার্চ অনুষ্ঠিত এ উৎসব হয়ে উঠবে নবীন-প্রবীণদের মিলনমেলা। রজতজয়ন্ত্মী উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চিত্রনায়িকা রোজিনা, অভিনেতা খায়রম্নল আলম সবুজ, অভিনেত্রী আফরোজা বানু, আজমেরী হক বাঁধন, নাট্যনির্মাতা অরম্নণ চৌধুরী ও চয়নিকা চৌধুরী, অভিনেতা টুটুল চৌধুরীসহ রঙিন জগতের অনেকে।
এই উৎসবে থাকছে মনোজ্ঞ শোভাযাত্রা, অতিথি তারকাদের সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময়, জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা, নবীন-প্রবীণ আবোল-তাবোলদের স্মৃতিচারণসহ আরও অনেক আয়োজন।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট দেবাহূতি চক্রবর্তী বলেন, ‘২৫ বছর উদযাপনে দেশে ও দেশের বাইরে বিভিন্ন পর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব আবোল-তাবোলের মিলনমেলায় অচিরেই মুখর হবে রাজবাড়ী। একটি শিশু সংগঠন হিসেবে এই দীর্ঘ যাত্রা ছিল অনেকাংশে আনন্দের।’
তিন দিনে তিনটি পর্বে ভাগ করা হয়েছে এই উৎসব। শুক্রবার সকাল ৯টায় থাকছে মনোজ্ঞ শোভাযাত্রা। প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত্ম চলবে মূল অনুষ্ঠান। সুত্র যায়যায়দিন

পাঠকের মতামত

Comments are closed.