193275

আবারো…

 

ডেস্ক রিপোর্ট: ২০০১ সালে গাজী মাহবুব পরিচালিত ‘প্রেমের তাজমহল’ চলচ্চিত্রে আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা ও সুর সংগীতে ‘এই বুকে বইছে যমুনা নিয়ে অথৈ প্রেমের জল, তারই তীরে গড়বো আমি, আমার প্রেমের তাজমহল’ গানটির জন্য প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন কনকচাঁপা ও মনির খান। আর এরপর অনেক চলচ্চিত্রে একসঙ্গে গান গেয়েছেন তারা। আবারো এই দু’জন একসঙ্গে ছট্‌কু আহমেদ পরিচালিত ‘পাথরের মন’ চলচ্চিত্রের জন্য একটি ফোক মেলোডি ঘরানার গানে কণ্ঠ দিলেন। এরই মধ্যে মগবাজারে একটি স্টুডিওতে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। গানটি লিখেছেন মুনশী ওয়াদুদ এবং সুর সংগীতায়োজন করেছেন আলী আকরাম শুভ। পর্দায় এই গানে ঠোঁট মেলাবেন ডিপজল ও সাদিকা পারভীন পপি।
গানের কথা হচ্ছে ‘এই পরাণ আমার যার পরাণে বাইন্ধাছেরে ঘর, সে যে আমার সুখের পঙ্খী অন্তরের অন্তর’। উল্লেখ্য, ডিপজলের কাহিনী নিয়ে ছট্‌কু আহমেদের সংলাপ, চিত্রনাট্য ও নির্দেশনায় মার্চ মাসের প্রথমদিকে শুরু হবে ‘পাথরের মন’ চলচ্চিত্রের শুটিং। এতে আরো অভিনয় করবেন সাইমন ও মাহিয়া মাহি। এদিকে, আলী আকরাম শুভ জানান তার সুর সংগীতে কনকচাঁপা ও মনির খান একসঙ্গে ৫০টির বেশি চলচ্চিত্রে প্লে-ব্যাক করেছেন।   সুত্র মানবজমিন

পাঠকের মতামত

Comments are closed.