193197

কুমার বিশ্বজিতের সংগীতায়োজনে বারী সিদ্দিকীর শেষ গান কন্যার কণ্ঠে

 

ডেস্ক রিপোর্ট: কিছুদিন আগেই শেষ হলো ‘সেরাকণ্ঠ’ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাতেই অতিথি বিচারক হিসেবে উপস্থিত হয়েছিলেন প্রয়াত বরেণ্য কণ্ঠশিল্পী বারী সিদ্দিকী। সেখানে প্রধান চার বিচারকের একজন ছিলেন কুমার বিশ্বজিৎ। শহীদুল্লাহ ফরায়েজীর লেখা ‘কী আগুন জ্বালাইলি’ গানটি নিয়ে কথা হয় দু’জনের মধ্যে। কয়েকদিনের মধ্যে গানটি রেকর্ডিংয়ের কথা ছিল। কিন্তু তার আগেই পরপারে চলে যান বারী সিদ্দিকী।
তারপরও থেমে যাননি কুমার বিশ্বজিৎ। বারী সিদ্দিকীর পরিবারের প্রতি দায়িত্ববোধ থেকে বারী সিদ্দিকীর কন্যা এলমা সিদ্দিকীর কণ্ঠে তুলে দিলেন সেই গান। গেল ১৭ই ফেব্রুয়ারি রাজধানীর মগবাজারে তরুণ কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক কিশোর দাশের স্টুুডিওতে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। ভয়েজ রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন করেন আমজাদ হোসেন বাপ্পী। রেকর্ডিংয়ের সময় স্টুডিওতে আরো উপস্থিত ছিলেন শহীদুল্লাহ ফরায়েজী, কুমার বিশ্বজিৎ ও কিশোর দাশ। এলমার কণ্ঠে বারী সিদ্দিকীর শেষ গানটি প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, আমরা শিল্পীরা যেন আমাদের পরিবারের পরবর্তী প্রজন্মের পাশে আন্তরিকতা নিয়ে, দায়িত্বাবোধের স্থান থেকে দাঁড়াই এলমাকে সহযোগিতার মধ্যদিয়ে এর শুভ সূচনাটাই আমার চেষ্টা। বারী ভাইয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেই এলমাকে দিয়ে গানটি গাওয়ানো। কারণ দাবির জায়গা থেকে এই গানটি বারী ভাইয়ের পরিবারেরই পাওনা। শিল্পী পরিবারের সন্তানকে প্রাথমিক সিঁড়ির ধাপ ঠিক করে দেয়া আমাদেরই কর্তব্য। এলমার মধ্যে বাউলিয়ানা ভাবটা আছে। চেষ্টা করলে আরো পরিণত বয়সে ভালো একজন সংগীতশিল্পী হতে পারবে। এলমা সিদ্দিকী বলেন, রেকর্ডিংয়ের দিনই শুনলাম আব্বুর খুব ইচ্ছে ছিল এই গানটি গাওয়ার। কিন্তু শেষতক তা হলো না। আব্বুর কাছেই গানের টুকটাক শিখেছি। বাবার লেখা এবং সুরেই ‘বাউল বাড়ি’ গানটি প্রথম গাই। গানটি লাইভ শোতেও গেয়েছিলাম। ‘কী আগুন জ্বালাইলি’ গানটির কথা এবং সুর সংগীত আমার মন ছুঁয়ে গেছে। এই গানের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরকিভাবে কৃতজ্ঞ। বিশেষ করে বিশ্বজিৎ কাকুর প্রতি। আসছে পহেলা বৈশাখে বাংলা ঢোলের ব্যানারে গানটি মিউজিক ভিডিও আকারে ইউটিউবে প্রকাশ হবে। এলমা সিদ্দিকী সম্প্রতি লন্ডনের একটি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে ঢাকায় ফিরেছেন। এদিকে কুমার বিশ্বজিৎ তার ছেলে কুমার নিবিড়ের নির্দেশনায় প্রথম কোনো মিউজিক ভিডিওর মডেল হলেন। শহীদুল্লাহ ফরায়েজীর লেখা ‘প্রশ্নই উঠে না’ শিরোনামের এই গানটি ইউটিউবে প্রকাশ হয়েছে।  সুত্র মানবজমিন

পাঠকের মতামত

Comments are closed.