192997

হোমমেকার হওয়াটাই আমার প্রথম পছন্দ : শিল্পা শেট্টি

 

ডেস্ক রিপোর্ট:  অভিনয়ের থেকে এখন সংসারকে বেশি প্রাধান্য দিতে চান শিল্পা শেট্টি। নিজের লেখা দ্বিতীয় বই প্রকাশ অনুষ্ঠানে একথা জানালেন তিনি।

বইটির নাম দ্য ডায়েরি অফ আ ডোমেসটিক ডিভা। এই বইয়ের ভূমিকাতে শিল্পা লিখেছেন, অনেকেই মনে করেন আমাকে সাহায্য করার লোকের অভাব নেই। তাই, বাড়ির কাজকর্ম করা আমার কাছে খুব সোজা ব্যাপার। কিন্তু, আমি একজন আদর্শ হোমমেকার হওয়ার চেষ্টা সবসময় করি। আর এভাবেই একজন ডোমেস্টিক ডিভা হয়ে ওঠা সম্ভব।

শিল্পার লেখা বইতে থাকছে তাঁর রান্নাঘরের ৯০টি রেসিপি।

ব্যক্তিগত জীবনে ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করে চুটিয়ে সংসার করছেন শিল্পা। তাঁদের পাঁচ বছরের এক ছেলেও আছে। তবে, ৪২ বছর বয়সি এই অভিনেত্রী এখনও নিজেকে যেভাবে ফিট রেখেছেন, তা দেখে ঈর্ষা হতে পারে নতুন প্রজন্মের অভিনেত্রীদেরও।

শিল্পা জানিয়েছেন, দ্বিতীয় বইটি তিনি নিজের মায়ের মতো নারীদের জন্য লিখেছেন। যাঁরা রান্নাঘরে খুব বেশি সময় না কাটিয়েও প্রতিদিন পরিবারের জন্য সুস্বাদু ও পুষ্টিকর খাবার তৈরি করেন। তাঁর এই বই সব নারীকেই পরিবারের জন্য লাঞ্চ বা ডিনার বানাতে বা পার্টির জন্য রান্না করতে সাহায্য করবে। তাঁদের জীবন কিছুটা হলেও সহজ করবে দ্য ডায়েরি অফ আ ডোমেসটিক ডিভা।

পেঙ্গুইন র‌্যানডম হাউজ় এই বইটির প্রকাশ করছে। এর আগে শিল্পা দা গ্রেট ইন্ডিয়ান ডায়েট নামে একটি বই লিখেছিলেন। সুত্র কালের কণ্ঠ

পাঠকের মতামত

Comments are closed.