192418

‘পরী’র কারণে আবারও পেছাল ‘পরমাণু’র মুক্তি

 

ডেস্ক রিপোর্ট: বলিউডে এখন এক অদ্ভুত অবস্থা চলছে । অনেক ছবি মুক্তির অপেক্ষায়। কিন্তু ‘সংঘর্ষ’ কিংবা আরেকটি ছবিকে মোকাবেলা করার আশঙ্কায় পিছিয়ে যাচ্ছে ছবি মুক্তির দিন।

দীপিকা-শহীদ কাপুর- রণবীর সিং অভিনীত বহু প্রতিক্ষীত ছবি ‘পদ্মাবত’ মুক্তি পায় গত ২৫ জানুয়ারি। একই দিনে মুক্তির কথা থাকলেও পিছিয়ে যায় অক্ষর কুমার অভিনীত ‘প্যাডম্যান’ ছবির মুক্তি।

আনুশকা শর্মা অভিনীত ভৌতিক ছবি ‘পরী’র সঙ্গে সংঘর্ষ এড়াতে এবার পেছানো হলো জন আব্রাহাম অীভনীত ছবি ‘পরমাণু-দ্য স্টোরি অব পোখরান’ ছবির মুক্তি। আগামী ২ মার্চ একই সঙ্গে ছবি দুটি মুক্তির কথা থাকলেও নতুন দিনক্ষণ অনুযায়ী ‘পরমাণু-দ্য স্টোরি অব পোখরান’ ছবিটি মুক্তি পাবে ৬ এপ্রিল।

এ নিয়ে চতুর্থবারের মতো ‘পরমাণু’ ছবির মুক্তির তারিখ পেছানো হলো। প্রথমে ছবিটি ২০১৭ সালের ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সঞ্জয় লীলা বানশালীর ‘পদ্মাবত’ ১ ডিসেম্বর মুক্তির কথা থাকায় প্রথমবার মতো পেছানো হয় ‘পরমাণু’র মুক্তির দিন।

‘পরমাণু’ ছবির কাহিনী আবর্তিত হয়েছে নিউক্লিয়ার পাওয়ারের ব্যবহার নিয়ে।

এদিকে ‘পরী’ আনুশকা শর্মা প্রযোজিত তৃতীয় ছবি। এর আগে ‘এনএইচ-টেন’ ও ‘ফিল্লাউরি’ নামে দুইটি ছবি প্রযোজনা করেছেন তিনি। ছবিগুলো বক্স অফিসে সফলতার মুখ না দেখলেও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল।

প্রসিত রায় পরিচালিত ‘পরী’ ছবিতে আনুশকার বিপরীতে রয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। সুত্র সমকাল

পাঠকের মতামত

Comments are closed.