192457

‘এখনো তাকে চোখে চোখে রাখতে হয়’

ডেস্ক রিপোর্ট: বাংলা চলচ্চিত্রের কোটি ভক্তের মন জয় করেছেন চিত্রনায়িকা শাবনূর। এখনও টিভিতে তার ছবি দেখামাত্রই রিমোর্টে হাত আটকে যায় অনেকের। কারণ এখনও তিনি কোটি ভক্তের কাছে প্রিয় এক নায়িকা, প্রিয় এক নাম। এ নায়িকা গত বছর অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পর আহমেদ ইলিয়াসের পরিচালনায় একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হন এবং সবশেষ চলতি বছরের শুরুতে তার অভিনীত ‘পাগল মানুষ’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। শুক্রবার পরিচালক সমিতির বনভোজনে অংশ নেন জনপ্রিয় এই নায়িকা। সে সময় এক ফাঁকে কথা হয় তার সঙ্গে।
তিনি বলেন, আমি আমার সন্তান আইজানকে নিয়েই বর্তমানে ব্যস্ত আছি। তার বয়স চার বছর পার হলেও এখনো তাকে চোখে চোখে রাখতে হয়। এই মুহূর্তে ছেলেকে ছাড়া কিছুই ভাবছি না। কাজ কখন করবো? মাঝে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছিলাম। অনেকদিন অসুস্থ ছিলাম। তাই সবকিছু মিলে শারীরিকভাবে নিজেকে ফিট করতে পারছি না। আমার অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি। কয়েকদিন পর অস্ট্রেলিয়া চলে যাব বলে ভেবেছি। তাহলে কি নতুন ছবিতে অভিনয়, প্রযোজনা বা পরিচালনা করার আর ইচ্ছে নেই? এই প্রশ্নের জবাবে শাবনূর বলেন, আমি সিনেমার জন্যই আজকের শাবনূর। এই অঙ্গনকে ঘিরে আমার চিন্তাভাবনা রয়েছে। জীবনের দীর্ঘ একটা সময় এই অঙ্গনের মানুষের সঙ্গে কেটেছি। আমার প্রযোজনা বা পরিচালনা করারও ইচ্ছে আছে। তবে কবে থেকে শুরু করব এই মুহূর্তে বলতে পারছি না। আমি আমার ছেলেকে সুন্দরভাবে মানুষ করতে চাই। পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের নতুন ছবি ‘এত প্রেম এত মায়া’-তে কাজ করার কথা ছিল শাবনূরের। এ ছবির জন্য শ্রী প্রীতমের সুর সংগীতে করা একটি গানে প্লে-ব্যাকও করেছেন তিনি। কিন্তু এ ছবির জন্য হয়তো আর লাইট-ক্যামেরা-অ্যাকশনের মাঝে ফিরে যাওয়া নাও হতে পারে শাবনূরের। শাবনূর বলেন, কাজটা করার ইচ্ছে আছে। তবে ছবিতে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার ইচ্ছে ছিল আমার। ওজন কমানোর চেষ্টাও করেছি। তবে নিয়মিতভাবে ব্যায়াম করা সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘দুই নয়নের আলো’ ছবিতে অভিনয়ের জন্য ২০০৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন শাবনূর। আর ফিরলে এই পরিচালকের নতুন ছবির মাধ্যমেই তিনি নতুন ভাবে রুপালি পর্দায় ফিরবেন বলে আভাস দিয়েছেন।  সুত্র মানবজমিন

পাঠকের মতামত

Comments are closed.