192184

বাবার বইয়ে মেয়ের মলাট

 

ডেস্ক রিপোর্ট: এবারের অমর একুশে বইমেলায় চারটি বই আসছে অভিনেতা আবুল হায়াতের। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় পত্রপত্রিকায় কলাম লিখেছেন তিনি।

সেগুলো নিয়ে অনন্যা প্রকাশনী থেকে বেরোচ্ছে ‘এসো নীপবনে’, ‘ঢাকামি’ ও ‘জীবন খাতার ফুটনোট’।

এ ছাড়া শব্দ শিল্প প্রকাশনী থেকে বেরোচ্ছে গল্পের বই ‘মিতুর গল্প’। চারটি বইয়েরই প্রচ্ছদ করেছেন তাঁর মেয়ে বিপাশা হায়াত।

এ বিষয়ে আবুল হায়াত বলেন, ‘এখন পর্যন্ত ২৬টি বই বেরিয়েছে আমার। বেশির ভাগ বইয়ের প্রচ্ছদ বিপাশার করা। ও চারুকলায় ভর্তি হওয়ার পর আর কাউকে দিয়ে আমার বইয়ের প্রচ্ছদ করাতে হয়নি।’

বাবার বইয়ের প্রচ্ছদ করা নিয়ে জানতে চাইলে বিপাশা বলেন, ‘বাবার লেখার সঙ্গে ছোটবেলা থেকে পরিচয়। তাঁকে ব্যক্তিগতভাবেও খুব কাছ থেকে জানি। এ জন্য বাবার বইয়ের প্রচ্ছদ করতে আলাদা সুবিধা পাই। মজাও লাগে।’ সুত্র কালের কন্ঠ

পাঠকের মতামত

Comments are closed.