192039

সেই বিবেককে মনে পড়ে?

 

ডেস্ক রিপোর্ট: বলিউডে এমন অনেক অভিনেতা আছেন যারা একটা ছবি করেই স্টার হয়ে গিয়েছেন। কিন্তু পরে এইসব স্টারেরা হারিয়ে গেছেন। এমনই একজন অভিনেতা হলেন বিবেক মুশরান। এই অভিনেতার নিষ্পাপ মুখ এবং ভালো অভিনয়ের ফলে তার প্রথম ছবি ‘সৌদাগর’ সুপারহিট হয়। এই ছবি মুক্তি পাওয়ার পর বিবেক রাতারাতি একজন স্টারে পরিণত হন। এই ছবির গান ‘ইলু ইলু‘ ও সেই সময় খুব জনপ্রিয় হয়েছিল।

এই ছবির পর বহু ছবিতেই অভিনয় করার অফার পান বিবেক। বছরে তখন তিনি তিন-চারটে ছবিতে প্রধান হিরোর ভূমিকায় অভিনয় করছেন। কিন্তু দুর্ভাগ্যবশতঃ প্রথম ছবির মতো সফল্য আর কোনো ছবিতেই পেলেন না তিনি। এর ফলে ধীরে ধীরে ছবির অফার কমতে লাগলো। এবং এমন একটা সময় এলো যখন আর কোনো ছবি ছিল না তার হাতে।

ধীরে ধীরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাথায় টাক পড়ে আর মোটা হয়ে যান তিনি। কিন্তু বলিউডের ছবিতে অভিনয় করার সুযোগ পান না তো কী হয়েছে ছোটপর্দার একাধিক ধারাবাহিকে দেখা গেল তাকে। তার অভিনীত ‘সোনপরি‘‚ ‘পারভারিশ‘ বেশ জনপ্রিয় হয়।

২০০০ সালে বিবেক আবার বড়পর্দায় কামব্যাক করেন ‘আনজানে‘ ছবির মাধ্যমে। কিন্তু বিবেকে সেই আগের চার্ম হারিয়েছিলেন। এরপর আরো কয়েকটা ছবিতে ছোট ভূমিকায় দেখা যায় তাকে। ‘তামশা‘ আর ‘পিঙ্ক‘ ছবিতেও অভিনয় করেন তিনি।
অভিনয়ের পাশাপাশি বিবেক গান গাইতেও ভালোবাসেন। তিনি নিজের গাওয়া একটা অ্যালবামও বের করেছেন যার নাম ‘কাহা খো গায়া‘। সুত্র কালের কন্ঠ

পাঠকের মতামত

Comments are closed.