192036

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ, যে কাজগুলো করা উচিত নয় গ্রহণের সময়

নিউজ ডেস্ক : ৩১ জানুয়ারি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে৷ এদিন সন্ধ্যা ৬টা ২১ মিনিট থেকে রাত ৭টা ৩৭ মিনিট পর্যন্ত থাকবে চন্দ্র গ্রহণ৷ সময়ের হিসাবে চাঁদের গ্রহণ চলবে ৭৬ মিনিট৷ সন্ধ্যা থেকেই এই অনবদ্য দৃশ্য দেখার সুযোগ মিলবে৷

যদিও অনেকে এই সব নিয়ম নীতিকে কুসংস্কার বলে মনে করেন৷ তাদের মতে গ্রহণের সঙ্গে এই সবের সম্পর্ক কি? অনেকে এই সবের পিছনে বৈজ্ঞানিক যুক্তি খুঁজে পান৷ তবুও বিশ্বাসে মিলায়ে বস্তু তর্কে বহুদুর৷

আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, গ্রহণের সময় যে কাজগুলো করা উচিত নয় :-
।। গ্রহণের দিন সন্ধের পরে শরীরে তেল মালিশ করলে ত্বকের সমস্যা দেখা দিতে পারে।

।। গ্রহণের সময়ে গর্ভবতী মহিলাদের বাইরে বেরনো উচিত নয়। কারণ, গ্রহণের সময় পরিবেশে ক্ষতিকারক তরঙ্গ সক্রিয় থাকে। এর ফলে গর্ভস্থ সন্তানের ক্ষতি হতে পারে।

।। রান্না করা খাবার গ্রহণের পরে খাওয়া উচিত নয়। খাবার রান্না করা থাকলে গ্রহণের সময়ে তাতে তুলসি পাতা ছড়িয়ে দিন। তাহলে গ্রহণের ক্ষতিকারক প্রভাব খাবারে পড়বে না।

।। সুস্থ মানুষদের সন্ধের পরে ঘুমনো উচিত নয়। এর ফলে শরীর অসুস্থ হতে পারে। গর্ভবতী, বৃদ্ধ এবং অসুস্থরা অবশ্য এই সময়ে বিশ্রাম নিতে পারেন বা শুয়ে থাকতে পারেন।

।। গর্ভবতী মহিলাদের বাড়ির বাইরে বেরনো উচিত নয়৷

পাঠকের মতামত

Comments are closed.