191809

‘নিজে সৎ থাকলে কাউকে বাজে পরিস্থিতিতে পড়তে হয় না’

 

ডেস্ক রিপোর্ট: মারিয়া নূর। উপস্থাপনার মাধ্যমে পেয়েছেন তারকাখ্যাতি। বিশেষ করে ক্রিকেট বিষয়ক টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে সবার কাছে পরিচিতি পান এই গ্ল্যামারকন্যা। বর্তমানে টেলিভিশন ও কর্পোরেট অনুষ্ঠানগুলো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত টেলিভিশন অনুষ্ঠানের পাশাপাশি কপোরের্ট অনুষ্ঠানগুলোতে ব্যস্ত থাকতে হয় বলে জানান তিনি। মারিয়া বলেন, আমাদের দেশে এই সময়ে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ইভেন্টের আয়োজন করে। বলা যায়, বছরের অন্য সময়ের চেয়ে এই সময়ে শো বেশি হয়।
সেই কারণে আমাদের উপস্থাপকদেরও ব্যস্ততা বেড়ে যায়। চ্যানেল আইয়ের সেরাকন্ঠের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানের উপস্থাপনা শেষ করে গত ২৩শে জানুয়ারি ব্যাংকক থেকে দেশে ফিরেছি। এখন কর্পোরেট অনুষ্ঠানগুলোর বাইরে টেলিভিশনের নতুন দুটি অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। খুব শিগগির নতুন একটি রিয়েলিটি শো এবং অন্য একটি অনুষ্টান নিয়ে টিভি পর্দায় আসবো। তবে অনুষ্ঠানগুলো সম্পর্কে এখন কিছু বলতে চাই না। টেলিভিশন অনুষ্ঠান ও কর্পোরেট অনুষ্ঠান উপস্থাপনার ক্ষেত্রে প্রার্থক্য কি? এই প্রশ্নের জবাবে মারিয়া বলেন, টেলিভিশনে দর্শক আমাদের দেখে। এদিকে কর্পোরেট অনুষ্ঠানে উপস্থাপক দর্শকদের দেখে। পাশাপাশি মনোমুগ্ধকর উপস্থাপনার মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রতি দর্শকদের আকর্ষণ করতে হয়। একজন উপস্থাপকের ওপর নির্ভর করে একটি অনুষ্ঠানের সৌন্দর্য্য। এছাড়া কর্পোরেট অনুষ্ঠান উপস্থাপনার জন্য উপস্থিত বুদ্ধির প্রয়োজন পড়ে। অনুষ্ঠান শুরুর আগে প্রতিষ্ঠানটি সম্পর্কে ভালো ভাবে স্টাডি করতে হয়। কেন এবং কিসের উদ্দেশ্যে এই অনুষ্ঠান সেটি সম্পর্কে ভালো জানা না থাকলে কর্পোরেট অনুষ্ঠান উপস্থাপনায় ভালো করা যায় না বলে আমি মনে করি। আমাদের দেশে উপস্থাপনাকে পেশা হিসেবে নেয়ার মতো সময় হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের দেশে উপস্থাপনায় এখন অনেক ছেলে-মেয়েকে দেখা যায়। এ থেকে তারা ভালো আয়ও করছেন। উপস্থাপনাকে পেশা হিসেবে নিতে আমি কোনো অসুবিধা দেখি না। আমি নিজেও আমার ক্যারিয়ারে উপস্থাপনাকে সব চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। উপস্থাপনা নিয়ে মারিয়া তার ভবিষ্যত পরিকল্পনার কথাও জানান। আবদুল্লাহ আবু সায়ীদ, আবদুন নূর তুষার ও সদ্য প্রয়াত মেয়র আনিসুল হকের মতো উপস্থাপক হওয়ার ইচ্ছে প্রকাশ করেন তিনি। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, আমরা যাদের আদর্শ ভাবি তাদের পথেই আমি হাঁটতে চাই। মানুষ আমাকে উপস্থাপক মারিয়া হিসেব মনে রাখবে এটাই প্রত্যাশা করি। উপস্থাপনার বাইরে এই তারকাকে টিভি নাটকেও দেখা গেছে। সর্বশেষ তিনি গেল ঈদ উল আযহায় তৌকীর আহমেদের নির্দেশনায় ‘দাম্পত্য’ শীর্ষক একটি নাটকে অভিনয় করেন। টিভি নাটকের প্রতি তেমন আগ্রহ নেই বলেই অভিনয় কম করছেন বলে তার ভাষ্য। তবে বড় পর্দায় কাজ করার জন্য দারুণ ইচ্ছে রয়েছে এই তারকা উপস্থাপকের। বিকল্প ধারার চলচ্চিত্রে কাজ করতে চান বলে জানান তিনি। চলচ্চিত্র নিয়ে মারিয়া নূর বলেন, নাচে-গানে ভরপুর সিনেমায় অভিনয় করতে চাই না। ভিন্ন ধাঁচের গল্প নিয়ে কোনো সিনেমায় কাজের সুযোগ যদি পাই তবে করবো। আমাদের দেশে এখন বিকল্প ধারার অনেক ভালো ভালো ছবি নির্মাণ হচ্ছে। আমি তেমন গল্পের ছবির জন্য অপেক্ষা করছি। মিডিয়ায় মেয়েদের কাজ করতে গেলে বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয় বলে শোনা যায়। মারিয়া নূরকে কখনো তেমন কোনো পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, আমাকে এখন পর্যন্ত কোনো বাজে পরিস্থিতির মুখোমুখি হতে হয় নি। নিজে সৎ থাকলে কাউকে বাজে পরিস্থিতিতে পড়তে হয় না বলে আমি মনে করি। এটি সত্য ভালো-মন্দ সব পেশায় রয়েছে। সুতরাং নিজেকে নিরাপদ রাখার মতো প্রস্তুতি নিয়ে যে কোনো পেশায় আসা উচিৎ।  সুত্র মানবজমিন

পাঠকের মতামত

Comments are closed.