191621

শুটিং হাউজে আগুন, প্রাণে বাঁচলেন উর্মিলা

 

ডেস্ক রিপোর্ট:  উত্তরার ঢাকার উত্তরার পাঁচ নম্বর সেক্টরে রঙধনু শুটিং হাউজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯ টা নাগাদ ওই শুটিং হাউজের মেকাআপ কক্ষে হঠাৎ আগুন লাগে। তখন সেখানেই উপস্থিত ছিলেন অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর।

উর্মিলা বলেন, রাত সাড়ে ৯ টা নাগাদ মেকআপ রুমে আগুন লাগে। তখন আমি, অভিনেতা আবুল কালাম আজাদ ও মিশু সাব্বির মেকআপ রুমে ছিলাম। হঠাৎ আগুন লাগলে রুম থেকে দৌঁড়ে বের হয়ে যাই। তখন শুটিং সেটের প্রডাকশনের মানুষদের সহায়তায় পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণ করা হয়।

তিনি বলেন, পাশের হাউজে অন্য একটি নাটকের শুটিং চলছিল। সেখান থেকেও অনেকে ছুটে আসেন। আমার অনেকগুলো পোশাক আগুনে পুড়ে গেছে। তবে শারীরিকভাবে ক্ষতি হয়নি।

এই ঘটনার পর কিছুটা অসুস্থ হয়ে গেছেন উর্মিলা। এমনকি উচ্চ রক্তচাপ শুরু হওয়ায় অভিনেতা মিশু সাব্বির উর্মিলাকে নিয়ে দ্রুত উত্তরায় একটি বেসরকারি হাসপাতালে যান। চিকিৎসকরা আপাতত এই অভিনেত্রীকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

তবে কীভাবে আগুন লেগেছে সেটি তাৎক্ষণিকভাবে জানতে পারেননি উর্মিলা কিংবা শুটিং হাউজের কেউই। এই লাক্সতারকা জানান, আমি ভীষণ আতঙ্কে আছি। একটু অসাবধান হলে আমার নিজের ক্ষতি হয়ে যেতে পারতো। তবে যেখানে আগুন লেগেছে সেখানে আমার অনেকগুলো পোশাক ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে।

জানা গেছে, রঙধনু শুটিং হাউজে উর্মিলা, আবুল কালাম আজাদ ও মিশু সাব্বির একটি নাটকের শুটিং করছিলেন। নাটকটি নির্মাণ করছেন সকাল আহমেদ। সুত্র ভোরের ডাক

পাঠকের মতামত

Comments are closed.