191077

‘দেশকে অনেক মিস করেছি’

 

ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় সংগীতশিল্পী রিজিয়া পারভীন। দীর্ঘ সময় ধরে সংগীত জগতে তার বিচরণ। প্লেব্যাক ও অডিও অ্যালবামের মাধ্যমে অনেক শ্রোতাপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। তবে বেশ লম্বা একটা সময় এ সংগীত তারকা অবস্থান করেছেন নিউইয়র্কে। সম্প্রতি তিনি সেখান থেকে ঢাকায় ফিরেছেন। ফিরেই বেশ ব্যস্ত সময় পার করছেন।
মূলত গান নিয়েই চলছে তার এ ব্যস্ততা। শনিবার রাতে তিনি এসএ টিভির লাইভ অনুষ্ঠানে গান শুনিয়েছেন। এতদিন পর এসেও তার এ লাইভ পরিবেশনায় শ্রোতা-দর্শকদের সাড়া ছিলো বেশ। এর বাইরে রিজিয়া পারভীন আরও বেশ কিছু কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন। সব মিলিয়ে কেমন আছেন? রিজিয়া পারভীন বলেন, অনেক ভালো আছি সবার দোয়ায়। নিউ ইয়র্কে ছিলাম দীর্ঘদিন। সে সময়ে দেশকে অনেক মিস করেছি। ৯ই জানুয়ারি সেখান থেকে দেশে ফিরলাম। এখন খুব ভালো লাগছে। নিউইয়র্কেও কি গান করেছেন? রিজিয়া পারভীন বলেন, সেখানেতো প্রবাসী বাংলাদেশী অনেক। তাই তাদের আয়োজনে অনেক শো হয়েছে সেখানে। নিয়মিতই সেসব শো-তে গান করেছি। বলতে পারেন দেশের বাইরে থেকেছি ঠিক কিন্তু গানের সঙ্গেই ছিলাম। আর নিউইয়র্ক স্টেট আমাকে একটি বিশেষ সম্মাননাও দিয়েছে। এটা ছিলো আমার জন্য বিশেষ আনন্দ আর গর্বের। এখন কি পরিকল্পনা? রিজিয়া পারভীন বলেন, পরিকল্পনা তো অনেক আছে। যেহেতু অনেক দিন পর দেশে এসেছি তাই সবার সঙ্গে দেখা করছি। পরিবারের লোকজনকে সময় দেয়ার পাশাপাশি স্বজন-বন্ধু বান্ধবদের বাসায় যাচ্ছি। এসএ টিভিতে লাইভ করলাম। নতুন গানের পরিকল্পনাও রয়েছে। ব্যস্ততার মধ্যে দিয়েই যাচ্ছে সময়। নতুন গান নিয়ে কি পরিকল্পনা? রিজিয়া পারভীন বলেন, দেশে এসেছি বেশি দিন হয়নি। তবে এরই মধ্যে অ্যালবাম করবো বলে ঠিক করেছি। আসছে ফেব্রুয়ারি এর কাজ শুরু করবো। কিন্তু এই সময়েতো অ্যালবামের ট্রেন্ড অনেকটা নেই বললেই চলে। সবাই ইউটিউবে সিঙ্গেল গান প্রকাশ করছে। তাই নয় কি? রিজিয়া পারভীন উত্তরে বলেন, দেখুন সেটা ঠিক। এখন অ্যালবাম কেউ করছে না বললেই চলে। তবে আমি করতে চাই। কারণ অ্যালবামের আবেদন অন্য কিছুতে পূরণ করা সম্ভব নয়। এর মাধ্যমে গান সংরক্ষণটাও হয়। অ্যালবামের গানগুলোর কাজ কে করবেন? রিজিয়া পারভীন বলেন, নচিকেতা দা অ্যালবামের গানগুলো তৈরি করবেন। এরই মধ্যে কথা হয়ে গেছে। খুব শিগগিরই আমরা গানগুলো নিয়ে বসবো। একটানা গানগুলোর রেকর্ডিং করে কাজ শেষ করতে চাই। এটি হবে আমার ২৮তম একক অ্যালবাম। এটির কাজ খুব যতœ সহকারে করতে চাই। এরপর মিউজিক ভিডিওর পরিকল্পনাও আছে। এখন গান ডিজিটালি প্রকাশ হচ্ছে। অ্যালবাম নেই। আগের মতো অ্যালবাম প্রকাশের সেই তোরজোড়ও দেখা যায় কম। এ বিষয়টা কিভাবে দেখছেন? রিজিয়া পারভীন বলেন, আমি বলবো যারা নতুন গান করছেন তারা কিছুটা দূর্ভাগাও। কারণ ক্যাসেট ও সিডির যে কি রমরমা অবস্থা ছিলো সেটা তারা পায়নি। এখন সময়ের সঙ্গে সঙ্গে ডিজিটালি গান প্রকাশ হচ্ছে। এটা মেনে নিতেই হবে। তবে আমি মনে করি অ্যালবামও প্রকাশ করা হোক পাশাপাশি। তাহলে গান যেমন সংরক্ষণ হবে সিডিতে তেমনি একটি সৌন্দর্য্যরে বিষয়ও রয়েছে। ডিজিটালি গান প্রকাশের পাশাপাশি এখন মিউজিক ভিডিও প্রকাশ হচ্ছে। কেউ কেউ ইউটিউবের ভিউ নিয়েও ব্যস্ত। এগুলো সময়ের দাবি। কিন্তু তার আগে একটি বিষয় মনে রাখতে হবে। সেটা হলো অডিওটার উপর জোর দিতে হবে। অডিওর উপর জোর না দিলে ইন্ডাস্ট্রির অবস্থা খারাপের দিকে যাবে। ভিডিও করা যেতেই পারে। তবে আগে অডিওটা মজবুত হতে হবে। কথা ও সুর ভালো হতে হবে। এর কোনো বিকল্প নেই। এ প্রজন্মের শিল্পীদের প্রতি আপনার পরামর্শ কি? রিজিয়া পারভীন বলেন, একটা কথাই বলবো। তারকা খ্যাতির জন্য গান করলে হবে না। গানকে ভালোবাসতে হবে। আর চেষ্টাটা থাকতে হবে। তাহলেই সফল হওয়া যাবে।সুত্র মানবজমনি

পাঠকের মতামত

Comments are closed.