191116

তুরস্কের বিজয় কামনায় সুদানে এতিমদের প্রার্থনা

ডেস্ক রিপোর্ট  : সিরিয়ার আফরিনে চলমান অভিযানে তুরস্কের বিজয় কামনা করে ফাতেহাখানি পাঠ করেছে সুদানের কয়েকটি এতিমখানা।

সুদানের খার্তুম রাজ্যের পশ্চিমাঞ্চলীয় উম্মে দারমান শহরের ৩১২ জন এতিম এ দোয়ায় অংশগ্রহণ করে।

সুদানের পশ্চিমাঞ্চলীয় আরেক শহর নায়ালাতেও কয়েকটি এতিমখানা তুর্কি বাহিনীর বিজয় কামনায় দোয়া করেছে।

এদিকে, সোমবার তুর্কি সেনাবাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলীয় আফরিন প্রদেশে তৃতীয় দিনের মতো পিকেকে (কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি) ও কুর্দি মিলিশিয়া গোষ্ঠী পিওয়াইডির অবস্থানে গোলা হামলা অব্যাহত রেখেছে।

গত শনিবার তুর্কি সরকার নিজের সীমান্তবর্তী এলাকাগুলোয় নিরাপত্তা ও স্থিতি প্রতিষ্ঠার লক্ষ্যে পার্শ্ববর্তী আফরিন প্রদেশে তাদের ভাষায় সন্ত্রাসী পিকেকে, পিওয়াইডি ও আইএস নির্মূলে স্থল অভিযান শুরু করে। তুরস্ক তাদের এই অভিযানের নাম দিয়েছে অপারেশন ‘অলিভ ব্রাঞ্চ’।

তুরস্কের দাবি অনুযায়ী, তুর্কি সরকার আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত মাফিক সন্ত্রাস মোকাবেলা ও আত্মরক্ষার অধিকার থেকেই এ আক্রমণ চালাচ্ছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো পদক্ষেপ নেবে না বলেও জানায় তুরস্ক প্রশাসন।

শনিবার থেকে শুরু হওয়া বিমান হামলায় বেশ কয়েকজন বেসামরিক লোকসহ মোট ৯ জন নিহত হয়েছে। তুরস্ক দাবি করেছে, স্থলপথে সেনাবাহিনী হামলার আগে ১৫০ টিরও বেশি বিমান হামলা চালানো হয়েছে। রোববারও ৪৫টি বিমান হামলা চালায় তারা।

তুরস্কে নিষিদ্ধ ঘোষিত কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে সিরিয়ান কুর্দি সংগঠন ওয়াইপিজির সংশ্লিষ্টতা আছে বলে দাবি করে আঙ্কারা প্রশাসন। সম্প্রতি তুরস্কে পিকেকে মাথাচড়া দিয়ে উঠলে তাদের দমনে বিভিন্ন অভিযানে নামে দেশটি।

সূত্র: আনাদুল এজেন্সি

পাঠকের মতামত

Comments are closed.