190974

‘টেলি একাডেমি অ্যাওয়ার্ড’ পেয়েছে ‘খোকাবাবু’

 

ডেস্ক রিপোর্ট: প্রতিবছরের মত এবারও বাংলা টেলিভিশনের বিভিন্ন ধারাবাহিকের শিল্পীদের পুরস্কৃত করা হয়েছে। পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ‘টেলি একাডেমি অ্যাওয়ার্ড ২০১৭’র অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি ধারাবাহিক দেখতে ভালবাসেন। সময় পেলেই ধারাবাহিক দেখেন। বাংলা টেলিভিশনে এই মুহূর্তে যে একগুচ্ছ ভাল ধারাবাহিক চলছে সেকথাও উল্লেখ করেন। সবথেকে জনপ্রিয় ধারাবাহিক হিসেবে পুরস্কার পেয়েছে ‘খোকাবাবু’। ‘সেরা শিশু অভিনেতা’র পুরস্কার পেয়েছে ‘রানি রাসমণি’ ধারাবাহিকের ‘রাসমণি’ দিতিপ্রিয়া রায়, ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’ ধারাবাহিকের ‘শ্রীচৈতন্য’ ঈশান সাধুখাঁ, ‘অন্দরমহল’ ধারাবাহিকের ‘জুজু’ চরিত্রের জন্যে অস্মি ঘোষ, ‘রাখী বন্ধন’ ধারাবাহিকের ‘রাখী’ রীতিকা চক্রবর্তী, ‘রাখী বন্ধন’ ধারাবাহিকের ‘বন্ধন’ চরিত্রের সোহম বসুরায় চৌধুরি। সেরা গল্প ও চিত্রনাট্যের জন্যে পুরস্কার পেয়েছেন ‘রানি রাসমণি’ ধারাবাহিকের লেখক শাশ্বতী ঘোষ, ‘কুসুম দোলা’ ধারাবাহিকের জন্যে সেরা সহঅভিনেত্রীর পুরস্কার পেলেন বিদীপ্তা চক্রবর্তী।
‘রেশম ঝাঁপি’ ধারাবাহিকের নেগেটিভ চরিত্রে অভিনয়ের জন্যে পুরস্কার পেলেন জুন মালিয়া। সেরা নন ফিকশন ধারাবাহিক হিসেবে পুরস্কার জিতে নিলেন ‘সা রে গা মা পা’–র পরিচালক অভিজিৎ সেন। ‘সেরা অন স্ক্রিন কাপল’র পুরস্কার পেলেন ‘কে আপন কে পর’ ধারাবাহিকের ‘পরম’ ও ‘জবা’ অর্থাৎ বিশ্বজিৎ ও পল্লবী। সেরা পরিচালক হয়েছেন শৈবাল মুখোপাধ্যায় ‘কুসুম দোলা’ ধারাবাহিকের জন্যে ও রাজেন্দ্র প্রসাদ ‘রানি রাসমণি’ ধারাবাহিকের জন্যে। ‘জয় কালী কলকাত্তাওয়ালী’ ধারাবাহিকের জন্য জনপ্রিয় অভিনেত্রীর শিরোপা পেয়েছেন অনন্যা চট্টোপাধ্যায়। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন প্রতীক সেন (খোকাবাবু), ইন্দ্রজিৎ চক্রবর্তী (কুন্দফুলের মালা), শেখ রিজওয়ান (প্রতিদান)। সেরা অভিনেত্রী হয়েছেন সন্দীপ্তা সেন (প্রতিদান), রুকমা রায় (কুন্দফুলের মালা)। সুত্র মানবজমিন

পাঠকের মতামত

Comments are closed.