190870

নায়কের জন্মদিনে ছবি মুক্তির ঘোষণা

 

ডেস্ক রিপোর্ট:  জমকালো মহরতের মধ্য দিয়ে ২০১৬ সালের ২০শে সেপ্টেম্বর শুরু হয়েছিল ‘ভালো থেকো’ ছবির শুটিং। এ ছবিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, তানহা তাসনিয়া ও আসিফ। অনেকদিন অপেক্ষার পর ‘দি অভি কথাচিত্র’ প্রোডাকশনের কর্ণধার ও প্রযোজক জাহিদ হাসান অভি এ ছবির মুক্তির তারিখ ঘোষণা করলেন। সেটাও আবার ভিন্ন কায়দায়। ‘ভালো থেকো’ ছবির নির্বাহী প্রযোজক অভি মানবজমিনকে বলেন, আসছে ২রা ফেব্রুয়ারি আমার ছবি নায়ক আরিফিন শুভর জন্মদিন। আর এমন দিনেই এ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
কারণ শুধু নায়ক না মানুষ হিসেবে শুভ আমার খুব পছন্দের মানুষ। ভক্তরা যেন দিনটিকে বিশেষভাবে পায় মূলত সে কারণে ২রা ফেব্রুয়ারি নায়ক শুভর জন্মদিনে এ ছবিটি মুক্তি পাবে। ‘দি অভি কথাচিত্র’ পরিবেশিত ‘ভালো থেকো’ ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। এ ছবিতে আরো অভিনয় করেছেন কাজী হায়াত, আমজাদ হোসেন, অরুণা বিশ্বাস, রেবেকা, এম এ শহীদ ও তানিন সুবহা। ছবির কাহিনী হিসেবে জানা যায়, প্রেম ও মানবতার কথা নিয়ে নির্মিত মৌলিক গল্পের ছবি ‘ভালো থেকো’। এ ছবিতে জয় ও নীলার চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও তানহা তাসনিয়া। এ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধে আসছেন তারা। তাই ছবিটি নিয়ে বেশ আশাবাদ ব্যক্ত করেছেন তারা। এ ছবির নির্মাতা জাকির হোসেন রাজু বলেন, ছবিটি শুধু প্রেমের না মানবতার কথাও বলবে। মৌলিক গল্পের এ ছবিটি পরিবারের সকলে বসে প্রেক্ষাগৃহে উপভোগ করতে পারবেন।  সুত্র মানবজমিন

পাঠকের মতামত

Comments are closed.