190831

আমি ডিজিটাল নেশায় ডুবে থাকি না

ডেস্ক রিপোর্ট :তারকাদের আপডেট পেতে এখন ভক্তদের চোখ পত্রিকা বা ম্যাগাজিনের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেই বেশি থাকে। তারকারাও বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত। কারণ নিয়মিত ভক্তদের সাথে সংযুক্ত থাকতে এখন তারা ডুবে আছেন ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে। কিন্তু প্রযুক্তি অগ্রগতির এ সময়ে মার্কিন পপ তারকা কেটি পেরি জানালেন উল্টো কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমকে তিনি সমাজ অবক্ষয়ের কারণ হিসেবে দাবি করলেন।

এমনকি এ বিষয়ে তার ভক্তদেরও সাবধান করেছেন। এসব ডিজিটাল নেশা থেকে বের হয়ে জীবন উপভোগের কথা বলেন তিনি। কেটি বলেন, ‘জীবনের উন্নতির সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রয়োজনীয়তা রয়েছে এটা আমি স্বীকার করি। কিন্তু আমরা যেভাবে এ বিষয়টিতে ডুবে যাচ্ছি তা সমাজ ব্যবস্থার অবক্ষয়ের কারণ।’

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার প্রসঙ্গে কেটি আরো বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম আমি ব্যবহার করি না তা নয়। তবে আমি ডিজিটাল নেশায় ডুবে থাকি না। আমার জীবনের যতটুকু ভক্তদের জানানো প্রয়োজন মনে করি ততোটুকু আমি শেয়ার করি।’

উল্লেখ্য, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা নিয়ে এর আগেও হলিউডের কয়েকজন গণমাধ্যমে বলেছেন।সূত্র :দৈনিক ইত্তেফাক

পাঠকের মতামত

Comments are closed.