190771

কানাডা ও আমেরিকায় ‘গহীন বালুচর’ আজ থেকে

 

ডেস্ক রিপোর্ট :দেশের গণ্ডি পেরিয়ে কানাডা ও আমেরিকায় আজ মুক্তি পাচ্ছে বদরুল আনাম সৌদ পরিচালিত ছবি ‘গহীন বালুচর’। এ ছবিটি দেশের বাইরে মুক্তি পাওয়া নিয়ে পরিচালক বদরুল আনাম সৌদ মানবজমিনকে বলেন, আমার পরিচালিত কোনো ছবি আজ থেকে দেশের বাইরে মুক্তি পাচ্ছে, এটা সত্যিই ভালোলাগার সংবাদ। আর এজন্য আমাদের পাশে দাঁড়িয়েছে স্বপ্ন স্কেয়ারক্রো। কানাডার সর্ববৃহৎ মাল্টিপ্লেক্স চেইন ‘সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট’ এর মাধ্যমে টরন্টো, উইনিপেগ, ক্যালগেরি শহরে এবং পৃথিবীর ২য় ও ৩য় বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন ‘রিগাল’ ও ‘সিনেমার্ক’ এর মাধ্যমে আমেরিকার নিউইয়র্ক, ভার্জিনিয়া, পানো (ডালাস) শহরে মুক্তির মাধ্যমে যাত্রা করবে ‘গহীন বালুচর’। এদিকে স্বপ্ন স্কেয়ারক্রো- এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজিবও মুক্তির বিষয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ কানাডা ও আমেরিকার বেশকিছু প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে।
‘গহীন বালুচর’ কানাডার যে হলগুলোতে মুক্তি পাচ্ছে সেগুলো হলো এগলিন্টনটাউন সেন্টার, টরন্টো, সিনেপ্লেক্স, সানরিজ স্পেকট্রাম, ক্যালগেরি সিনেপ্লেক্স, সিনেমা সিটি নর্থ গেইট, উইনিপেগ। আমেরিকায় যেসব হলে মুক্তি পাচ্ছে সেগুলো হলো রিগাল ইউ এ কাফম্যান এস্টোরিয়া, নিউইয়র্ক সিটি রিগাল বলস্টনকমন্স, আরলিংটন, ভার্জিনিয়া সিনেমার্ক লিগ্যাসি ও এক্সডি, পানো (ডালাস) ফ্লোরিডা এবং লসএঞ্জেলেস এ । উল্লেখ্য, বাংলাদেশে গত ২৯শে ডিসেম্বর এ ছবিটি মুক্তি পায়। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, আফরোজা বানু, ফজলুর রহমান বাবু, বন্যা মির্জা, জিতু আহসান, রুনা খান, নীলা, তানভীর, মুন প্রমুখ। ছবিটি বাংলাদেশে নির্মিত হয়েছে সাতকাহন ও ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যাশনালের ব্যানারে। সুত্র মানবজমিন

পাঠকের মতামত

Comments are closed.