190712

‘আমি কৃতজ্ঞ, আমি ঋণী’

ডেস্ক রিপোর্ট  : ‘তোমরা যেভাবে একজন মেয়রকে রক্ষা করেছ সেজন্য আমি কৃতজ্ঞ। তোমরা যেভাবে আমার আঘাত তোমাদের উপর নিয়েছ, আমি ঋণী। আমি যেন মেয়রের সকল দায়িত্ব পালন করতে পারি, দোয়া করো। আমি তো টাকা-পয়সা দিয়ে কারো সাথে সম্পর্ক রাখতে পারি না, আর সম্পর্ক করিও না। তোমরা আমাকে ভালোবেসে বিনা স্বার্থে বিনা লাভে রক্ষা করেছো।’

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের তিনতলায় ভর্তি সাংবাদিক শরীফউদ্দিন সবুজ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলমসহ আহতদের দেখতে এসে তাদের এসব কথা বলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী। এসময় তিনি তাদের সাথে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন।

তিনি বলেন, ‘আমাদের উপর হামলার পরিকল্পনা আগেই ছিল। সেজন্য চাষাঢ়ার আশপাশে ফুটপাতের গাছের টব ভেঙেছে, বৃষ্টির মতো সংগ্রহ করা ইট নিক্ষেপ করেছে। এটা পরিকল্পনা ছাড়া সম্ভব না। সেখানে তাদের চিহ্নিত অনেক নেতাদেরকেই দেখা গেছে। গুলিও ছুড়েছে তারা। দেখে দেখে আমাদের কর্মীদের ইট মেরে আহত করেছে। আমার উপর যেভাবে বৃষ্টির মতো ইট ছুড়েছে, আমার স্বজন ও কর্মীরা আমাকে মানবঢাল না বানালে আমার অবস্থা আরো ভয়াবহ হতো।’

আইভীর সাথে উপস্থিত ছিলেন কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা কাউসার আহমেদ পলাশ, জেলা আওয়ামী লীগ নেতা আলী আহমেদ রেজা উজ্জ্বল, আলী আহমেদ রেজা রিপন, মেয়রের ব্যক্তিগত সহকারী আবুল হোসেন প্রমুখ।

উৎসঃ poriborton

পাঠকের মতামত

Comments are closed.