190530

‘ভালো নাটক দেখার সুযোগ মিলছে না’

 

ডেস্ক রিপোর্ট: আমাদের দেশীয় নাটকের দর্শক বিদেশি চ্যানেল কিংবা সিরিয়ালে আসক্ত। স্টার জলসা, স্টার প্লাসসহ বিভিন্ন চ্যানেল তারা দেখছেন। সেই দিক থেকে আমাদের চ্যানেলগুলো পিছিয়ে পড়েছে বলে মন্তব্য করেন অভিনেত্রী অপর্ণা ঘোষ। তিনি আরো বলেন, চ্যানেলগুলোর কিছু মানহীন নাটক প্রচারের কারণেই এমনটা হচ্ছে। ভালো বাজেট ও ভালো নাটকের প্রচার-প্রচারণা হচ্ছে না আমাদের চ্যানেলে। সেই কারণে ভালো নাটক প্রচার হলেও দেখার সুযোগ মিলছে না।
দেশীয় নাটকের প্রতি আমাদের চ্যানেলগুলোকে আরো বেশি আন্তরিক হতে হবে। নির্মাতা-অভিনয় শিল্পী ও চ্যানেল কর্তৃপক্ষসহ সকলে নতুন বছরে নাটকে মানোন্নয়নের জন্য আরো বেশি এগিয়ে আসবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। এই অভিনেত্রী বর্তমানে মানিক মানবিকের ‘মন ছুঁয়েছে মন’ ও রাশেদ রাহার ‘আকাশে মেঘ নেই’ শিরোনামের ধারাবাহিকে কাজ করছেন। ছোট পর্দার কাজের পাশাপাশি নতুন বছরে একটি ছবিতেও এ অভিনেত্রীকে দেখা যাবে। তবে এই ছবিটি সম্পর্কে এখন কিছু বলতে চান না বলে জানান তিনি। চলচ্চিত্র সম্পর্কে দু’পর্দার এই অভিনেত্রী বলেন, গেল বছরে আমাদের চলচ্চিত্রের প্রতি দর্শকদের বেশ আগ্রহ দেখা গেছে। দেশের বাইরেও বাংলা ছবির দর্শক তৈরি হয়েছে। ‘হালদা’, ‘ঢাকা অ্যাটাক’, ‘গহীন বালুচর’সহ অনেক ছবি বাণিজ্যিকভাবেও সফল। আশা করছি চলতি বছরও চলচ্চিত্রের সেই সফলতা অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অপর্ণার অভিষেক ঘটে। পরবর্তীকালে গাজী রাকায়েতর ‘মৃত্তিকা মায়া’, প্রসূন রহমান পরিচালিত ‘সুতপার ঠিকানা’ ও ফাখরুল আরেফিন খানের ‘ভুবন মাঝি’ ছবিতে অভিনয় করে দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেন । সুত্র মানবজমিন

পাঠকের মতামত

Comments are closed.