190051

দর্শক নন্দিত ‘গহীন বালুচর’

 

ডেস্ক রিপোর্ট: সারাদেশের ২৮টি প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পেয়েছে নির্মাতা বদরুল আনাম সৌদের পরিচালনায় প্রথম চলচ্চিত্র ‘গহীন বালুচর’। গ্রামের প্রেমকাহিনী, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ও সম্পত্তির বিরোধ নিয়ে তৈরি সরকারি অনুদানের এই ছবি।

মুক্তির প্রথম দিন থেকেই দর্শকদের কাছে প্রশংসিত হচ্ছে ছবির গল্প ও কলাকুশলীদের অভিনয়। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধমে গহীন বালুচরকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের খ্যাতিমান নির্মাতারা।

প্রশংসা পাচ্ছেন ‘গহীন বালুচর’-এর নতুন তিন মুখ নীলাঞ্জনা নীলা, তানভীর ও মুন। বদরুল আনাম সৌদ অনেকটা চ্যালেঞ্জ নিয়েই নতুন তিন মুখ নিয়ে ‘গহীন বালুচর’ নির্মাণ করেন। ছবিতে আরও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তফা, ফজলুর রহমান বাবু, বন্যা মির্জা, জিতু আহসান, আফরোজা বানু, শাহাদাৎ হোসেন, রুনা খান প্রমুখ।

চলচ্চিত্রটি উপভোগ করার পর হল থেকে বেরিয়ে অভিনেতা লুৎফর রহমান জর্জ বলেন, ‘আমি বিস্মিত হয়ে গেলাম নীলা, তানভীর, মুনের অভিনয় দেখে। কারণ তারা নতুন, তাই চলচ্চিত্রে কতোটা ভালো করতে পারবে তা নিয়ে আমার নিজের মধ্যেই দ্বিধা ছিল। কিন্তু নির্মাতা সৌদ ঠিকই তাদের কাছ থেকে অভিনয় বের করে আনতে পেরেছেন।’

অভিনেতা তারিক আনাম বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্রে নতুন এক জোয়ার বইছে। সেই নুতন জোয়ারে নতুন তিনটি মুখ আমাদের আশার আলো দেখাচ্ছে।’

তৌকীর আহমেদ বলেন, ‘নতুন তিনজনই খুব ভালো অভিনয় করেছে।’ বিপাশা হায়াত বলেন, ‘নতুনরা খুবই ভালো করেছে। তবে তাদের মনে রাখতে হবে, সামনের সময়টা চ্যালেঞ্জের। আরও অধ্যাবসায়ী হয়ে এগিয়ে যেতে হবে।’

রাইসুল ইসলাম আসাদ বলেন, ‘ছোট ছোট তিনটি ছেলে মেয়ে কী যে অসাধারণ অভিনয় করেছে, সত্যিই মুগ্ধ হয়ে গেলাম।’ চয়নিকা চৌধুরী বলেন, ‘নীলা, তানভীর, মুন নতুন হলেও পাকা অভিনয়শিল্পীর মতোই অভিনয় করেছে। আমার মনে হয় তাদের স্থানে অন্য সুপারস্টার এলেও এরচেয়ে ভালো অভিনয় করতে পারতেন না।’

এমন দর্শকদের এমন প্রশংসায় বেশ উচ্ছসিত নীলা, তানভীর ও মুন। আর সে কারণেই হলে গিয়ে ‘গহীন বালুচর’ দেখার জন্য দর্শকদের প্রতি অনুরোধ করেছেন তারা।

এদিকে মুক্তির পর প্রতিদিনই বিভিন্ন হলে গিয়ে সরাসরি দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন ছবির পরিচালক ও শিল্পী নীলাঞ্জনা নীলা, তানভীর এবং মুন। এছাড়া হলে গিয়ে দর্শকদের সঙ্গে সুভেচ্ছা জানাচ্ছেন, সুবর্ণা মুস্তফা, রাইসুল ইসলাম আসাদ, রুনা খান, নাজিবা বাসার, শাহাদৎ হোনেসহ অনেকেই।

নির্মাতার ভাষ্য, ‘এটি সাধারণ দর্শকের ছবি। দেশে চলচ্চিত্রের যে দর্শক তাদের কথা মাথায় রেখেই ছবিটি নির্মিত। কোনো সমালোচক কিংবা বিদেশি উৎসবের জন্য এটি নির্মিত নয়। যারা ছবিটি দেখেছেন তারা প্রত্যেকেই বেশ প্রসংসা করেছেন। সবাই হলে গিয়ে ছবিটি দেখুন। আশা করি ভালো লাগবে।’

‘গহীন বালুচর’-এর প্রযোজনা করছে সাতকাহন ও ফ্রেন্ডস মুভিজ ইন্টারন্যাশনাল। সুত্র সমকাল

পাঠকের মতামত

Comments are closed.