189782

সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন মুমিনুল

ডেস্ক রিপোর্ট: টেস্টের স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে পরিচিত মুমিনুল হক। তাই তাকে লঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য শতভাগ প্রস্তুত থাকতে হবে। এ কারণে ওয়ানডে দলে না রেখে তাকে সুযোগ করে দেয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল) নিজেকে ঝালিয়ে নেয়ার। গতকাল বিকেএসপিতে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকিয়ে প্রস্তুতিটা দারুণ শুরু করলেন জাতীয় দলের এ ব্যাটিং ভরসা। গুঞ্জন আছে কোচ হাথুরুসিংহের সময় দলে সবচেয়ে অবহেলিত ছিলেন তিনি। এমনকি তাকে খেলতে দেয়া হয়নি শততম টেস্টেও।
এবারও হাথুরু থাকবেন তবে প্রতিপক্ষ লঙ্কার কোচ হয়ে। তাই ব্যাট হাতে অবহেলার জবাব দেয়ার সুযোগও মুমিনুলের সামনে। তার ব্যাট থেকে আসা অপরাজিত ১৬৯ রানে প্রথম দিন শেষে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৩৪০ রান। আজ মুমিনুলের সামনে ডাবল সেঞ্চুরি করে নিজেকে প্রমাণের বড় একটি সুযোগ। প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে মুমিনুলের ব্যাট থেকে আসা সর্বোচ্চ ইনিংসটি ২৩৯ রানের। ৭৩ ম্যাচের ক্যারিয়ারে এটি তার ১১তম সেঞ্চুরি। গতকাল দেশের দুটি ভেন্যুতে গড়িয়েছে বিসিএল ৬ষ্ঠ আসরের প্রথম রাউন্ড। এদিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন বিসিবি উত্তরাঞ্চলের মুখোমুখি হয় ওয়ালটন মধ্যাঞ্চল।
সকালে কুয়াশার কারণে নির্ধারিত সময়ের ২০ মিনিট দেরিতে খেলা শুরু হয়। টসে জিতে ৯টা ৫০ মিনিটে মাঠে নামে পূর্বাঞ্চল। ইমতিয়াজ হোসেনকে নিয়ে জাতীয় দলে ফেরার চ্যালেঞ্জ নিয়ে ব্যাট করতে নামেন লিটন কুমার দাস। কিন্তু সৌম্য সরকারের বলে ২০ রান করে আউট হয়ে ফিরেন তিনি। দলের ৪৭ রানের সময় দলের হাল ধরেন মুমিনুল। কিন্তু তাকে সঙ্গ দিতে থাকা ওপেনার ইমতিয়াজ হোসেন ৩৩ রানেই হাল ছাড়েন। এরপর ইয়াসির আলী ৩৩ রান করে ফিরে গেলে আশরাফুল এসেছিলেন মুমিনুলের সঙ্গী হতে। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরে এই প্রথম বিসিএল খেলতে নেমে আশরাফুলের শুরুটা ভালো হয়নি। মাত্র ১৩ রানেই ফিরে গেছেন তিনি। চেষ্টা করেছিলেন অলক কাপালি কিন্তু ১৯ রানে তিনিও ফেরেন সাজঘরে। আসা যাওয়ার মিছিলে কক্সবাজারের মুমিনুল একাই দাঁড়িয়ে থাকেন দেয়ালের মতো। চা বিরতির পর মুমিনুলদের মাঠে নামতে ৪০ মিনিট বিলম্ব হয় আগুনের কারণে। তবে মাঠে ফিরে ১২৬ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি। এরপর উইকেটকিপার ব্যাটসম্যান জাকির হাসানকে নিয়ে দিন শেষ করেন তিনি। জাকির অপরাজিত আছেন ৪৭ রানে। মুমিনুলের ইনিংসটি সাজানো ২০৭ বলে ১৮ চার ও ২টি ছয়ের মারে।
প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন স্পিনার আবদুর রাজ্জাক ও সাকলাইন সজীব। একটি উইকেট নেন সৌম্য। আজ মুমিনুল মাঠে নামবেন ডাবল সেঞ্চুরির হাতছানিতে।
হঠাৎ আগুনে খেলা বন্ধ
মুমিনুল হক যখন সেঞ্চুরির পথে তখন বিকেএসপি-৪ নম্বর মাঠের পাশে বাউন্ডারির বাইরে আগুন লেগে যায়। এতে ৪০ মিনিট বিসিএলের ম্যাচ বন্ধ থাকে। আগুনের ঘটনার সত্যতা স্বীকার করেছেন বিকেএসপির কিউরেটর নুরুজ্জামান নয়ন। আগুনে বিকেএসপির ৩ গ্রাউন্ডসম্যানের ঘর পুড়ে যায়। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হন তারা। পরে বিসিবির গ্রাউন্ডস কমিটির পক্ষ থেকে এ তিনজনকে বিকেএসপিতে অস্থায়ী ভাবে থাকার অনুমতি দেয়া হয়েছে। এমনকি তাদের আর্থিকভাবে সাহায্যের জন্যও নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে নুরুজ্জামান নয়ন বলেন, ‘আগুন লেগেছে চা পানের বিরতির ১০ মিনিট পর। মাঠের পাশেই বিকেএসপির বাউন্ডারি। তার পিছনেই সিনিয়র গ্রাউন্ডসম্যান ফরিদুল ইসলাম ও সহকারী গ্রাউন্ডসম্যান লিটন ঢালি ও দীপঙ্কর মিস্ত্রির ঘর পুড়ে গেছে। তাদের কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। যে কারণে বিসিবির গ্রাউন্ড ও ফেসিলিটিস কমিটির পক্ষ থেকে এ তিন পরিবারকে বিকেএসপির অভ্যন্তরে থাকার অস্থায়ী ব্যবস্থা করা ও আর্থিক সহযোগিতা করতে নির্দেশ দেয়া হয়েছে।’ মূলত খেলা বন্ধ ছিল ধোঁয়া ও মানবিক কারণে।  সুত্র মনবজমিন

পাঠকের মতামত

Comments are closed.