189883

শবনম পারভীনের নির্দেশনায় এজাজুল ইসলাম

 

ডেস্ক রিপোর্ট: শবনম পারভীনের নির্দেশনায় একটি খণ্ড নাটকে অভিনয় করেছেন ডা. এজাজুল ইসলাম। সাধারণত ধারাবাহিক নাটকে অভিনয় নিয়েই বছরজুড়ে ডা. এজাজুল ইসলাম ভীষণ ব্যস্ত থাকেন। আবার বিগত এক বছরেরও বেশি সময় ধরে ডা. এজাজুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছেন। যে কারণে ধারাবাহিকে অভিনয়ের বাইরে খণ্ড নাটকে কাজের সিডিউল দেয়া একটু কঠিনই হয়ে পড়ে। কিন্তু তারপরও মাঝে মধ্যে বিশেষ অনুরোধে তিনি খণ্ড নাটকে অভিনয় করেন। ঠিক তেমনি একটি নাটক ‘বলি হচ্ছেটা কী’। এই নাটকেই এজাজুল ইসলাম শবনম পারভীনের নির্দেশনায় অভিনয় করেছেন। এতে তারা দু’জন ভাইবোনের চরিত্রে অভিনয় করেছেন। নাটকটির গল্প রচনা করেছেন রাজা বাবু।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ডা. এজাজুল ইসলাম বলেন, ‘বলি হচ্ছেটা কী নাটকে আমি আর শবনম পারভীন ছাড়া বাকি যারা অভিনয় করেছেন তারা সবাই নতুন। দেশে যেভাবে চ্যানেলের সংখ্যা বাড়ছে। তাতে প্রতিষ্ঠিত শিল্পীরা নাটকে অভিনয়ের জন্য সিডিউল দেয়ারই সময় পান না। সেই হিসেবে নতুন শিল্পীদের অভিনয়ের সুযোগ করে দিয়ে শিল্পী তৈরি করার চেষ্টা করতে হবে। নতুনদের নিয়ে শবনম পারভীনের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।’

শবনম পারভীন বলেন, ‘এজাজ ভাই তার অনেক ব্যস্ততার মধ্যে আমার এই নাটকের জন্য সময় দিয়েছেন, এ জন্য তার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। শুরু থেকেই আমাদের দু’জনের অভিনয়ের রসায়নটা দারুণ। আমরা দু’জনই একে অন্যের সঙ্গে অভিনয় ভীষণ উপভোগ করি।’

শিগগিরই যে কোনো একটি স্যাটেলাইট চ্যানেলে ‘বলি হচ্ছেটা কী’ নাটকটি প্রচার হবে। এদিকে ডা. এজাজুল ইসলাম নিয়মিত অভিনয় করছেন ধারাবাহিক নাটক ‘মজনু একজন পাগল নহে’, ‘মহাগুরু’সহ আরো বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে। সুত্র মানবকণ্ঠ

পাঠকের মতামত

Comments are closed.