189892

মায়ের হাত ধরে গানের ভুবনেই মেয়ে

 

ডেস্ক রিপোর্ট: শানীলা ইসলাম, বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের কিংবদন্তি ব্যক্তিত্ব খান আতাউর রহমানের নাতনি। শানীলার মা বরেণ্য সংগীতশিল্পী রুমানা ইসলাম। নানা এবং মায়ের পথ ধরে শানীলাও এগিয়ে চলেছেন গানের ভুবনে। তিনি নিজেই গান লিখেছেন এবং সুর করেছেন। গানের কথা হলো ‘যতো যাই বলো’। গানটির সংগীতায়োজন করেছেন অটমুনাল মুন। মেয়ের কণ্ঠে এমন গান শুনে মা রুমানা ইসলাম বিস্মিত হওয়ার পাশাপাশি মুগ্ধ হন। কারণ মা ভাবতেও পারেননি এতটা ভালো গাইবেন শানীলা। তাই মা রুমানা ইসলামই সিদ্ধান্ত নিলেন নিজের একটি গান এবং মেয়ের গানটির মিউজিক ভিডিও নির্মাণ করবেন। রুমানা তার মা মাহবুবা রহমানের গাওয়া ‘আমার থাকত যদি পাখির মতো ডানা’ গানটি গেয়েছিলেন তার একক অ্যালবাম ‘অস্তিত্ব’তে। সেই গানটি এবং মেয়ের গাওয়া ‘যতো যাই বলো’ গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ করেছেন।

মেয়ের গান গাওয়া প্রসঙ্গে রুমানা ইসলাম বলেন, ‘অনেকটা হঠাৎ করেই শানীলার গান লেখা এবং সুর করা। আমাদের শুনানোর পর ভীষণ ভালো লাগল। এটা ভীষণ সত্যি যে, শানীলা খুব চমৎকার গেয়েছে। আমার মেয়ে বলেই আসলে এমনটা বলা নয়। যে কারোরই গানটি শুনলে নিঃসন্দেহে ভীষণ ভালো লাগবে। এটাও সত্য যে, শানীলা তো আমার বাবা অর্থাৎ খান আতাউর রহমানেরই নাতনি। তাই গানটা তার মাঝে থাকটাই স্বাভাবিক। আমি খুব আশাবাদী তার গানটি নিয়ে।’ রুমানা ইসলাম জানান, জানুয়ারি মাসেই নতুন দুটি গানের নতুন দুটি মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশ হবে। শানীলা ইসলাম নিয়মিত সংগীতে তালিম নিচ্ছেন অনিল কুমার সাহার কাছে। সুত্র মানবকণ্ঠ

পাঠকের মতামত

Comments are closed.