189811

ধুম-থ্রি’কে পেছনে ফেলে দিল সালমানের ‘টাইগার’

ডেস্ক রিপোর্ট: ঢাকা: গত বছরের ২২ ডিসেম্বর মুক্তি পায় বলিউড অভিনেতা সালমান খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবি। আলোচিত এই সিনেমাটিতে দীর্ঘ ৫ বছর পর একসাথে অভিনয় করছেন তারা। মুক্তির পরেই দাপটের সাথে বক্স অফিসে ধামাকা বাজাচ্ছে টাইগার। ভারতীয় বক্স অফিসের তথ্য মতে, মি.পারফেক্টশনিষ্ট আমির খানের ছবি ধুম-থ্রি সিনেমার আয় পেছনে পেলে দিল সালমানের ‘টাইগার জিন্দা হ্যায়’। ২০১৩ সালে বড়দিন উপলক্ষে মুক্তি পায় ধুম-থ্রি। এ যাবৎ সিনেমাটি শুধুমাত্র ভারতীয় বক্স অফিসে আয় করেছে ২৮৬.২৭ কোটি রুপি। কিন্তু মাত্র ১৩ দিনে এটিকে পেছনে ফেলেছে ‘টাইগার জিন্দা হ্যায়’। গত ২২ ডিসেম্বর মুক্তি পাওয়া ছবিটি মাত্র ১৩ দিনেই ভারতীয় বক্স অফিসে এতোমধ্যে ২৮৬.৬২ কোটি রুপি আয় করে পেলেছে। এদিকে একের পর এক নতুন নতুন রেকর্ড তৈরি করছে ছবিটি। মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে খুব ভালোভাবেই ব্যবসা করছে সালমানের ‘টাইগার জিন্দা হ্যায়’। মুক্তির প্রথম দিন শুক্রবার ছবিটি আয় করে ৩৪.১০ কোটি রুপি। যথাক্রমে- দ্বিতীয় দিন- শনিবার (২৩ ডিসেম্বর) ৩৫.৩০ কোটি, তৃতীয় দিন- রবিবার (২৪ ডিসেম্বর) ৪৫.৫৩ কোটি, চতুর্থ দিন- সোমবার (২৫ ডিসেম্বর) ৩৬.৫৪ কোটি, পঞ্চম দিন- মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ২১.৬০ কোটি, ষষ্ঠ দিন- বুধবার (২৭ ডিসেম্বর) ১৭.৫৫ কোটি, সপ্তম দিন- বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ১৫.৪২ কোটি, অষ্টম দিন- শুক্রবার (২৯ ডিসেম্বর) ১১.৫৬ কোটি, নবম দিন- শনিবার (৩০ ডিসেম্বর) ১৪.৯২ কোটি, দশম দিন- রবিবার (৩১ ডিসেম্বর) ২২.২৩ কোটি, একাদশ দিন- সোমবার (১ জানুয়ারি) ১৮.০৪ কোটি, দ্বাদশ দিন- মঙ্গলবার (২ জানুয়ারি) ৭.৮৩ কোটি, ত্রয়োদশ দিন- বুধবার (৩ জানুয়ারি) ৫.৮৪ কোটি রুপি। সবমিলিয়ে মাত্র ১৩ দিনে ‘টাইগার জিন্দা হ্যায়’ আয় করে ২৮৬.৬২ কোটি রুপি। এছাড়া আপাতত খুব শিগগির বলিউডে কোনো বড় ধরনের সিনেমা মুক্তি পাচ্ছে না। তাই আরো কিছুদিন ঝমিয়ে ব্যবসা করবে ছবিটি। আমির খানের ধুম-থ্রি এর আয় পেছনে ফেললেও সবচেয়ে ব্যবসাসফল বজরঙ্গি ভাইজান (৩২০.৩৪ কোটি রুপি) সিনেমার আয়ও ছাড়িয়ে যাবে বলে মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা। আলি আব্বাস জাফর পরিচালিত ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটিতে সালমান-ক্যাটরিনা ছাড়াও আরো অভিনয় করেছেন, সাজ্জাদ ডেলেপরোজ, কুমাড মিশ্রা, পারেস পাহুজা সহ আরো অনেকেই। সুত্র আমার দেশ

পাঠকের মতামত

Comments are closed.