189673

শুক্রবার সারা দেশে মুক্তি পাচ্ছে ‘পুত্র

ডেস্ক রিপোর্ট:আগামী ৫ জানুয়ারি শুক্রবার সারা দেশে মুক্তি পাবে সরকারি অনুদান ও ইমপ্রেস টেলিফিল্মের তত্ত্বাবধানে নির্মিত ‘পুত্র’ছবিটি। এই সিনেমায় এক প্রতিবন্ধী শিশুর মায়ের চরিত্রে অভিনয় করেছেন শর্মী।

ছবিটিতে আমার চরিত্রের দৈর্ঘ্য খুব বেশি বড় নয়, তবে অনেক ভালোলাগা কাজ করেছে এই ছবিতে অভিনয় করতে পেরে। এটা আমার অভিনীত অন্য ছবিগুলোর চেয়ে কোনো অংশেই কম নয়।

‘পুত্র’ ছবির মুক্তি উপলক্ষে বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে কথাগুলো বলছিলেন অভিনেত্রী শর্মী মালা।

তিনি বলেন, ‘খুব কাছ থেকে দেখেছি এবং অনুভব করেছি যে, প্রতিবন্ধী শিশুরা অন্য সব শিশুদের থেকে আলাদা। বরং তাদের ভেতরে এমন কিছু গুণ থাকে যা অন্যদের মাঝে থাকে না। আমাদের আরও সচেতন হতে হবে। আমরা যেন কখনোই তাদের অবহেলা না করি। ছবিটি দেখলে আমাদের চিন্তার বিকাশ ঘটবে।’

‘পুত্র’ পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মাননু। এতে আরও অভিনয় করছেন ফেরদৌস, জয়া আহসান, ডলি জহুর, আহসান হাবিব, আজিজুল হাকিম, শিশু শিল্পী লাজিম, রিচি সোলায়মান ও সাবেরি আলম প্রমুখ।

মূলত প্রতিবন্ধী শিশুদের বেড়ে ওঠার নানা দিক নিয়েই আবর্তিত হয়েছে ‘পুত্র’র গল্প। একটি প্রতিবন্ধী শিশুর জীবনে কী ধরনের প্রতিবন্ধকতা দেখা দেয়, সেসবই ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে। সুত্র ভোরেরডাক

পাঠকের মতামত

Comments are closed.