189709

মুক্তি পাচ্ছে জয়ার ‘আমি জয় চ্যাটার্জি’

 

ডেস্ক রিপোর্ট: ওপার বাংলায় জয়া আহসান অভিনীত নতুন ছবি ‘আমি জয় চ্যাটার্জি’ মুক্তি পাচ্ছে আগামী ১২ই জানুয়ারি। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন আবির। এর আগে আবির-জয়া জুটি গত বছর টালিগঞ্জ শুধু নয়, পুরো ভারত কাঁপিয়েছে। সে সময় কৌশিক গাঙ্গুলির ‘বিসর্জন’ ছবিতে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। গত বছর এপ্রিলে মুক্তি পাওয়া এ ছবিটি অর্জন করে ভারতের জাতীয় সম্মান, শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার। এদিকে ৫ই জানুয়ারি বছরের প্রথম ছবি হিসেবে বাংলাদেশে মুক্তি পেয়েছে জয়া আহসানের ‘পুত্র’।
এ ছবিতে জয়ার বিপরীতে অভিনয় করেন ফেরদৌস। এক সপ্তাহের মাথায় টালিগঞ্জের স্ক্রিনেও আসছে তার নতুন ছবি। ‘আমি জয় চ্যাটার্জি’ নামের এ ছবিতে জয়া আসছেন ড. অদিতি রায় চরিত্রে। ‘আমি জয় চ্যাটার্জি’ পরিচালনা করেছেন মনোজ মিশিগান। ভারতের একটি সংবাদপত্রে পরিচালক জানিয়েছেন, আবিরের বাগদত্তার ভূমিকায় অভিনয় করেছেন জয়া। তিনি একজন চিকিৎসক। তবে মানুষটি একদম ভিন্ন, যাকে বলে আবিরের সঙ্গে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স, একদম বিপরীত চরিত্রের নারী জয়া। এর আগে ‘হ্যালো কলকাতা’, ‘ডামাডোল’ ও ‘৮৯’-এর পর এটি পরিচালকের থ্রিলার গল্প। আবির এতে একজন আত্মকেন্দ্রিক, ইগোইস্টিক ব্যবসায়ীর ভূমিকায় অভিনয় করেছেন। তার চরিত্রের নাম জয়। মনোজ মিশিগান পরিচালিত ‘আমি জয় চ্যাটার্জি’তে আরো অভিনয় করছেন সব্যসাচী চক্রবর্তী। সুত্র মানবজমিন

পাঠকের মতামত

Comments are closed.