189764

আবারো চলচ্চিত্রে নাজনীন চুমকী

 

ডেস্ক রিপোর্ট: নাজনীন চুমকী। অনেকদিন পর নতুন চলচ্চিত্রে কাজ শুরু করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। চলচ্চিত্রের নাম ‘দাহকাল’। কাহিনী, চিত্রনাট্যের পাশাপাশি ছবিটি পরিচালনা করছেন ধ্রুব হাসান। গতকাল সকালে তিনি এ চলচ্চিত্রের খবরটি মানবজিমনকে নিশ্চিত করেন। ধ্রুব হাসান বলেন, আমরা গত ২৫শে ডিসেম্বর থেকে শুটিং শুরু করেছি।
আর শুটিংয়ের জোন হিসেবে পাবনা ও কুষ্টিয়ার চর এলাকা ব্যবহার করা হচ্ছে। অনেকদিন পর এ ছবিতে চুমকী আপাকে ভিন্ন একটি চরিত্রে দেখা যাবে। তার চরিত্রের নাম মিলি। ছবির কাহিনীর প্রেক্ষাপটটা ১৯৬৮ থেকে ৭১ সালের মধ্যে। এরমধ্যে ১৯৭০ সালের ফ্যাশন সচেতন একজন নারীর চরিত্রে চুমকী আপা অভিনয় করছেন। তিনি আরো বলেন, এটি আমার প্রথম পরিচালিত ছবি। গত আড়াই বছর ধরে গবেষণা করে এ ছবির কাজে হাত দিয়েছি। ভালো একটি চলচ্চিত্র দর্শকদের উপহার দিতে চাই। এদিকে এ চলচ্চিত্রের কাহিনী পছন্দ হয়েছে বিধায় আবারও দীর্ঘদিন পর নতুন চলচ্চিত্রে অভিনয় করছেন বলে জানিয়েছেন চুমকী। ‘আউটকাস্ট ফিল্মস’-এর ব্যানারে এ চলচ্চিত্রে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, শিল্পী সরকার অপু, শতাব্দী ওয়াদুদ, শাকিল, এবিএম সুমন, পারমিতা, তাসনিয়া ফারিন, সানজু জন প্রমুখ। এরই মধ্যে এ চলচ্চিত্রের ৩৫ ভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন এর নির্মাতা ধ্রুব হাসান।
উল্লেখ্য, ১৯৯৯ সালে ‘যেতে যেতে অবশেষে’ নাটকের মধ্য দিয়ে ছোট পর্দায় অভিষেক ঘটে চুমকীর। নাটকটির পরিচালক ছিলেন অনন্ত হীরা। এরপর অসংখ্য জনপ্রিয় টিভি নাটকে অভিনয় করেন তিনি। নিজেও চিত্রনাট্য লিখেছেন ও টিভি নাটক পরিচালনা করেছেন। আর তানভীর মোকাম্মেলের ‘লালন’, কাজী মোরশেদের ‘ঘানি’ এবং গোলাম রব্বানী বিপ্লবের ‘একই বৃত্তে’ চলচ্চিত্রে অভিনয় করেছেন নাজনীন হাসান চুমকী। তিনি ‘ঘানি’ চলচ্চিত্রে ‘ময়না’ চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য ২০০৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। সুত্র মানবজমিন

পাঠকের মতামত

Comments are closed.