189629

ছোট পর্দায় আজ

 

ডেস্ক রিপোর্ট :  এটিএন বাংলায় প্রচার হচ্ছে সাঈদ তারেকের রচনা ও পরিচালনায় মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক ধারাবাহিক নাটক ‘বিজয়’। নাটকটি সপ্তাহের রবি ও সোমবার, রাত ১১টায় প্রচার হয়। ধারাবাহিকটিতে অভিনয় করেছেন মাহমুদ সাজ্জাদ, খায়রুল বাসার, শহীদুজ্জামান সেলিম, শাহরিয়ার নাজিম জয়, চাঁদনী, জ্যোতিকা জ্যোতি, তানিয়া হোসাইন, আহসান হাবিব নাসিম, লুৎফর রহমান জর্জ, শামস্‌ সুমন, সায়কা আহমেদ, নূপুর, সুষমা সরকার, শিরিন শীলা, সুলতান সেলিম, নাহার, আবুল কালাম আজাদ, বিমল ব্যানার্জী, টুটুল চৌধুরী, নজরুল শাহীন প্রমুখ।
এনটিভিতে ‘ভালোবাসা কারে কয়’
এনটিভিতে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘ভালোবাসা কারে কয়’। নাটকটি প্রতি সপ্তাহের সোম ও মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হয়। রুলীন রহমানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, মোশাররফ করিম, শম্পা রেজা, শহীদুজ্জামান সেলিম, তানিয়া হোসাইন, বাঁধন, আ খ ম হাসান, অহনা, শ্যামল মওলা, জুঁই করিম, মুকুল সিরাজ, সুজাত শিমুল, মৌরী সেলিম, হাসান ফেরদৌস, আবদুল হান্নান শেলী, আহসানুল হক মিনু, সৈয়দ মোশাররফ, সায়কা আহমেদ, সেরা জামান প্রমুখ।
আরটিভিতে ‘নোয়াশাল’
আরটিভিতে আজ প্রচার হবে ধারাবাহিক নাটক ‘নোয়াশাল’। আকাশ রঞ্জনের রচনায় নাটকটি গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মীর সাব্বির।
এটি প্রচার হচ্ছে প্রতি সপ্তাহে সোম থেকে বুধবার রাত ৯ টা ৫ মিনিটে। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন এটিএম শামসুজ্জামান, খায়রুল আলম সবুজ, চিত্রলেখা গুহ, ডলি জহুর, আলীরাজ, মীর সাব্বির, রওনক হাসান, ফারুক আহমেদ, নাজনীন হাসান চুমকি, অহনা, নিশা, বিনয় ভদ্র, আমিন আজাদ, সুভাশীষ ভৌমিক, বাদল, হায়দার, দেব মিঠুসহ আরো অনেকে।
বাংলাভিশনে ‘মহাগুরু’
বাংলাভিশনে আজ রাত রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মহাগুরু’। রচনা রিজওয়ান খান। পরিচালনায় কায়সার আহমেদ। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, এটিএম শামসুজ্জামান, শহিদুজ্জামান সেলিম, নিলয় আলমগীর, আনিকা কবির শখ, অহনা, বাঁধন, মেহেরিন নিশা, স্নেহা, দিলারা জামান, সাবেরী আলম, আখম হাসান, জয়রাজ, জুঁই করিম, মুকুল সিরাজ, কাজী উজ্জল, মাসুদ রানা মিঠু, টুটুল চৌধুরী, বিনয় ভদ্র প্রমুখ।
মাছরাঙা টেলিভিশনে ‘মহল্লা বিডি ডট কম’
প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত ৮ টা ১৫ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘মহল্লা বিডি ডট কম’। আজাদ আবুল কালামের রচনা ও সৌম্য নজরুলের পরিচালনায় এতে অভিনয় করেছেন আবুল হায়াত, চিত্রলেখা গুহ, লুৎফর রহমান জর্জ, শামীমা নাজনীন, নাঈম, অহনা, আরফান, শতাব্দী ওয়াদুদ, ডা. এজাজ, শাহেদ আলী সুজনসহ আরো অনেকে।

দীপ্ত টিভিতে‘পালকী’
দীপ্ত টিভিতে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সপ্তাহে ছয়দিন সন্ধ্যা ৭টায় প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘পালকী’। আজ নতুন বছরের প্রথম দিন উপলক্ষে প্রচার হবে এর বিশেষ পর্ব। এক সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প নিয়ে মেগা সিরিয়াল ‘পালকী’। অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, রানী আহাদ, ইমতু রাতিশ, শহিদুজ্জামান সেলিম, ঝুনা চৌধুরী, নূনা আফরোজ, মোহাম্মদ বারী, সুজাতা, গীতশ্রী, শিরিন আলমসহ আরো অনেকে। নাটকটি পরিচলনা করেছেন মোস্তফা মনন।  সুত্র মানবজমিন

পাঠকের মতামত

Comments are closed.