189647

কলকাতায় ‘বাংলাদেশ উৎসব’-এ গাইবেন আঁখি আলমগীর

 

ডেস্ক রিপোর্ট : শুধু স্টেজ মৌসুম এলেই নয়, বছরজুড়েই স্টেজ শো নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। সেই ধারাবাহিকতায় গতকাল তিনি চট্টগ্রামে একটি শোতে অংশ নিয়েছেন। সেখান থেকে আজ সকালের ফ্লাইটেই রাজধানীতে ফেরার কথা তার। একদিন বাসায় থেকে আগামীকাল সকালের ফ্লাইটে কলকাতা যাচ্ছেন এ তারকা। সেখানে তিনি যোধপুর পার্কে বাংলাদেশ উৎসবে আগামীকাল সন্ধ্যায় গান গাইবেন। বছরজুড়ে দেশ-বিদেশের নানা স্থানে স্টেজ শোতে গান গাওয়া প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, এটা আল্লাহর রহমত যে বছরজুড়েই স্টেজ শো নিয়ে আমার ভীষণ ব্যস্ততা থাকে।
স্টেজ শোতে অংশ নেয়া যেন আমার জীবনের একটি অংশই হয়ে গেছে। এখনতো ফেসবুকের কল্যাণে অনেকেই আমার আপডেট পান। কিন্তু বেশ কয়েক বছর আগে থেকেই আমার এই ব্যস্ততা। এমনও হয়েছে একই দেশে একই স্থানে আমি পর পর টানা পাঁচ বছর গান গেয়েছি। দর্শক-শ্রোতা আমাকে ভালোবাসেন বলেই আমি ছুটে গিয়েছি তাদের ডাকে। এই ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চাই। এদিকে আঁখি আলমগীরের আজ জন্মদিন। এ দিনটিতে তিনি তার বাবা, মা এবং সন্তানদের বিশেষভাবে সময় দেবেন। জন্মদিন প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, আজ জন্মদিনে সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আর আমি আমার সন্তানদের যেন মানুষের মতো মানুষ করতে পারি। প্রসঙ্গত, আঁখি আলমগীর সর্বশেষ তার বাবা নায়ক আলমগীরের ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রে রুনা লায়লার সুর সংগীতে প্লে-ব্যাক করেছেন গাজী মাজহারুল আনোয়ারের লেখা গানে। সামনে শওকত আলী ইমন, জেকে মজলিশ ও কিশোর দাসের সুর সংগীতে এ তারকা শিগগিরই বেশ কয়েকটি মৌলিক গানে কণ্ঠ দেবেন।  সুত্র মানবজমিন

পাঠকের মতামত

Comments are closed.