189398

‘সালমানের রোমান্সে নোংরামি থাকে না’

ডেস্ক রিপোর্ট  : বলিউডে পরিচালক আলী আব্বাস জাফরের বয়স মাত্র পাঁচ বছর। কিন্তু এরই মধ্যে নিজের জায়গা তৈরি করেছেন এই তরুণ পরিচালক। ‘সুলতান’ ছবির সাফল্যের পর আরও সাবধানী তিনি। গত শুক্রবার মুক্তি পেয়েছে তাঁর পরিচালিত ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’। মুক্তির প্রথম দিন ভারতসহ বিশ্বজুড়ে গর্জন শোনাচ্ছে ‘টাইগার’। ছবির সাফল্যের জন্য বেশির ভাগ বাহবা ‘ভাইজান’ সালমান খান পাবেন, কিন্তু পরিচালক আলী আব্বাসের কৃতিত্বও নেহাত কম নয়। ছবি মুক্তির আগে এক দুপুরে যশরাজ ফিল্মসের কার্যালয়ে পরিচালক আলী আব্বাস জাফরের মুখোমুখি হন প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি দেবারতি ভট্টাচার্য।

কবির খান পরিচালিত ‘এক থা টাইগার’ খুব সফল ছবি। আপনি এবার এই ছবির সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’ পরিচালনা করলেন। সেই সফলতা ধরে রাখার জন্য কী করেছেন?
আমিও চেষ্টা করেছি আগের ছবিটির সফলতাটা যেন এবারও বজায় থাকে। তবে আমি প্রথমে ‘এক থা টাইগার’-এর সিক্যুয়েল হিসেবে ছবিটির গল্প লিখিনি। ২০১৪ সালে কিছু ভারতীয় নার্সকে বন্দী করা হয়েছিল। সেই ঘটনার ওপর আমি ছবির গল্প বুনেছি। তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মাত্র ক্ষমতায় এসেছিলেন। ১০ দিনের চেষ্টায় সেই ভারতীয় নার্সদের মুক্ত করা হয়। তবে সেখানে কোনো অ্যাকশন ছিল না। আমি সেই কাহিনির ভিত্তিতে ছবিটিকে অ্যাকশনধর্মী বানিয়েছি। আর এ ধরনের গল্প সবাই পছন্দ করে। আমি ছবিতে দেখিয়েছি আমাদের এজেন্টরা কতটা দক্ষ। আমি ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মধ্যে দিয়ে মানবিক দিকটা তুলে ধরেছি। ‘টাইগার জিন্দা হ্যায়’-এর চিত্রনাট্য লেখার কাজ শেষ হওয়ার পর পরই ‘সুলতান’ ছবির শুটিং শুরু হয়। ‘সুলতান’-এর পর এই গল্পটা আদিত্য চোপড়াকে শোনাই। আমার কোথাও মনে হয়েছিল, এই ছবিটাকে ‘এক থা টাইগার’-এর সিক্যুয়েল হিসেবে বানানো যেতে পারে। আদিত্য স্যারেরও তা-ই মনে হয়। সালমান আর ক্যাটরিনার গল্পটিও দারুণ পছন্দ হয়।

কবির খানের মতো পরিচালকের ছবির সিক্যুয়েল বানানোর সময় কতটা চাপে ছিলেন?
এত বড় ছবি বানানোর সময় চাপ তো থাকেই। তবে এখন বলিউডে সিক্যুয়েল ছবির বাজার বেশ ভালো। এই যেমন ধরুন ‘গোলমাল অ্যাগেইন’, ‘বাহুবলী টু’সহ আরও অনেক ছবি সিক্যুয়েল হিসেবে দারুণ সাড়া পেয়েছে।

শুনেছি, আপনার পরিচালিত এই ছবিতে সালমান খান ও ক্যাটরিনা কাইফের রসায়ন নাকি জমে ক্ষীর!
তা তো হওয়ারই কথা। তাঁদের কত পুরোনো সম্পর্ক। আর সালমান-ক্যাটরিনার মধ্যে বোঝাপড়াটা দারুণ। আর তা পর্দায় ফুটে ওঠে। তাঁদের দেখে কখনোই মনে হয় না যে তাঁরা জোর করে রসায়ন বাড়ানোর চেষ্টা করছেন। খুব স্বাভাবিক ও স্বতঃস্ফূর্তভাবে পর্দায় তাঁরা জুটি হিসেবে কাজ করেন। ভালো গান, ভালো গল্প হলে সেই রোমান্স আরও জোরদার হয়। আর ক্যাটরিনা অত্যন্ত সুন্দরী। এই দুজনকে পর্দায় একসঙ্গে দারুণ লাগে। তবে সালমানের দিকে একবার যে তাকাবে, সে-ই প্রেমে পড়বে। ‘সুলতান’ ছবিতে সালমানের সঙ্গে আনুশকা শর্মার রসায়নও দুর্দান্ত ছিল। সবাই সালমানকে অ্যাকশন হিরো হিসেবে জানেন। কিন্তু আমার মনে হয়, তিনি অনেক বড় মাপের একজন রোমান্টিক নায়ক। তিনি একজন ভারতীয়র মতোই রোমান্স করতে জানেন। তাই সেটা অনেক বাস্তব মনে হয়। সালমানের রোমান্সে কোনো নোংরামি থাকে না।

শোনা যাচ্ছে, সালমান আর ক্যাটরিনা ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে ঘনিষ্ঠভাবে চুম্বন করেছেন।
একদমই না। জানি না কোথা থেকে এসব কথা রটেছে। আমি এমন ছবি বানাই, যা পরিবারের সবাই একসঙ্গে বসে দেখতে পারবে। ভারতীয় সংস্কৃতি ও পরম্পরার কথা মাথায় রেখে আমি ছবি নির্মাণ করি। ভারতীয় ছবি ভারতের মতো হওয়া চাই। তাই আমার ছবিতে এসব কিছু পাবেন না।

‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির অ্যাকশন নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। সালমান নাকি অনেক দুর্ধর্ষ অ্যাকশন করেছেন?
সালমান সুপারস্টার তো নিশ্চয়। আমার এই ছবিতে তাঁকে কিন্তু সুপারম্যান হিসেবে দেখাইনি যে তাঁর এক ঘুষিতে কেউ উড়ে যাবে। এই ছবির অ্যাকশন দৃশ্যগুলো অনেক বাস্তবসম্মত। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে সালমান একজন প্রশিক্ষণপ্রাপ্ত এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন। তাই ছবিতে কীভাবে অ্যাকশন করবে, অস্ত্র চালাবে, গুলি ছুড়বে, বিস্ফোরণ ঘটাবে—এ সবকিছুর ওপর অনেক গবেষণা করা হয়েছে। পেশাদার অ্যাকশন প্রশিক্ষকদের নিয়ে কাজ করেছি। ছবির এসব অ্যাকশন দৃশ্য ইরাক ও মরক্কোয় শুট করা হয়েছে। সেখানে প্রচণ্ড গরমের মধ্যে সবাইকে কাজ করতে হতো।

সালমান খানের মতো তারকার সঙ্গে পরপর দুটো ছবিতে কাজ করেছেন। তাঁর মতো তারকাকে সামলানোর সবচেয়ে সহজ আর মুশকিল দিক বলুন।
ভালোবেসে কাজ করলে সালমান খানকে সামলানো একেবারেই মুশকিল নয়। আমরা এর আগে ‘সুলতান’ ছবিতে একসঙ্গে কাজ করেছি। তাই এই ছবির ক্ষেত্রে আমাদের বোঝাপড়াটা দারুণ ছিল। আর এই ছবির চিত্রনাট্য সালমানের খুব পছন্দের। আমার আগের ছবিতে তাঁকে রোমান্টিক নায়ক হিসেবে দেখানো হয়েছিল। এই ছবিতে সালমান একজন এজেন্ট। তাই নিজের চরিত্র নিয়ে তিনি অনেক ক্যালকুলেটিভ ছিলেন। আর সালমানের সঙ্গে আমার এখন পারিবারিক সম্পর্ক হয়ে গেছেন। আমি সালমানকে বড় ভাইয়ের মতো দেখি। তাঁর সঙ্গে আমার নানা বিষয়ে তর্কবিতর্ক হয়; তবে তা সুস্থভাবে।

শুনেছি, সালমান রিটেক দিতে চান না। তাই ‘টিউবলাইট’ ছবির সময় কবির খানের সঙ্গে মনোমালিন্য হয়েছে। আপনার সঙ্গে কোথাও এ রকম হয়েছে?
না। সালমান সব সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। দৃশ্যটা পারফেক্ট না হওয়া পর্যন্ত তিনি শট দেন। কিন্তু যখন বুঝতে পারেন যে এর থেকে বেশি আর দিতে পারবেন না, তখন হয়তো রিটেক দেন না।

‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির ভিলেন সম্পর্কে কিছু বলুন।
ভিলেন এই ছবির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আমি চেয়েছিলাম সালমানের সামনে ভিলেন হিসেবে নতুন মুখ আনতে। যেহেতু আমার ছবির গল্প মধ্যপ্রাচ্যকেন্দ্রিক, তাই সেখানকার স্থানীয় অভিনেতা নিতে চেয়েছি। যাঁর হিন্দি, আরবি, ইংরেজি সব ভাষা বলার উচ্চারণ, ধরন-ধারণ একদম ওখানকার মানুষদের মতো হবে, ভারতীয়দের মতো নয়। তাই এই ছবির ভিলেন হিসেবে আরব আমিরাতের অভিনেতা সজ্জাতকে নির্বাচন করি।

সালমান শুটিং স্পটে দেরি করে আসার জন্য বলিউডে অনেক কথা শোনা যায়। এমনকি ভাই আরবাজও নাকি সালমানের ওপর তা নিয়ে অনেক বিরক্ত ছিলেন। আপনারও কি তেমন অভিজ্ঞতা হয়েছে?
আমার ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পূর্ণ অন্য রকম। আমার ছবিতে সালমান খানকে চরিত্রের প্রয়োজনে সকাল ৯টা থেকে জিম করতে হতো। তারপর দুপুরের খাবার সেরে বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত শুটিং করতেন সালমান। একটা দিনের দৃশ্য শুট করতাম, আর একটা রাতের। তাই দেরি করে আসার প্রশ্নই নেই।

কোন ধরনের ছবি একদম বানাতে চান না?
এ বিষয়ে এখন পর্যন্ত ভাবিনি। তবে সেক্সুয়াল কমেডিনির্ভর ছবি কোনো দিন বানাব না।

পাঁচ বছর হয়ে গেল এই ইন্ডাস্ট্রিতে। পাঁচ বছরে বলিউড থেকে কী শিক্ষা পেয়েছেন?
সফলতা পেলে মাথা নিচু করে থাকো। আর অসফল হলে আরও মন দিয়ে কাজ করো।

আপনার আগামী ছবি ‘ভরত’-এর কাজ কত দূর এগোল?
এ ব্যাপারে পরে কথা বলব। তবে ছবির চিত্রনাট্যর কাজ শেষ। সেলিম খান (সালমান খানের বাবা ও চিত্রনাট্যকার) স্যারের সঙ্গে আলোচনা করেছি। সালমান অবশ্যই ‘ভরত’-এর চরিত্রে অভিনয় করবেন। বাকি কাস্টিং এখনো বাকি। ‘ভরত’ একটি কোরিয়ান ছবির গল্প দ্বারা অনুপ্রাণিত। আর এই ছবিতে বাবা আর ছেলের সম্পর্কের কথা তুলে ধরা হয়েছে। বলিউডে এর আগে বাবা-ছেলের সম্পর্কের ওপর খুব একটা ছবি হয়নি। সূত্র- প্রথম আলো

পাঠকের মতামত

Comments are closed.