189376

সানাইয়ের সুরে চলছে বিয়ের উৎসব

ডেস্ক রিপোর্ট  : সানাই বাজছে, গেটে বর-কনের জন্য অপেক্ষা। যথাসময়ে পালকি চড়ে এলেন কনে। আর পাশে ছাতা মাথায় হেঁটে এলেন বর। তারপর গেটে বেশ হইহুল্লোড়ের মধ্য দিয়ে ভেতরে ঢুকলেন বর-কনে। এ সময় ফুল ছিটিয়ে তাদের বরণ করে নেওয়া হয়। এরপর পান করানো হয় শরবত। এরপর তাঁরা মঞ্চে ওঠেন। জমজমাট এ বিয়ের দৃশ্য সানসিল্ক নকশা বিয়ে উৎসবের।

নায়ক নিরব ও তাঁর স্ত্রী ঋদ্ধি এবং সদ্য বিবাহিত মডেল দম্পতি ইমি ও আজমী সকাল ১০টায় এ উৎসবের উদ্বোধন করেন। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ওয়েসিস প্রাঙ্গণে আজ থেকে শুরু হওয়া এ উৎসব চলবে আগামীকাল পর্যন্ত। চতুর্থবারের মতো এ আয়োজন চলছে।

মঞ্চে দুইজোড়া দম্পতিই মালাবদল করেন। এই পর্বকে তাঁরা সবচেয়ে মজার বলে উল্লেখ করেন। মডেল ইমি বলেন, ‘আমার আক্‌দের সময় আজমীকে বলছিলাম যে আমাদের মালাবদল হয়নি। কিন্তু আজকে এ অনুষ্ঠানে মালাবদল করতে পেরে ভালো লাগছে।’ নায়ক নিরব বলেন, ‘আমি তো পালিয়ে বিয়ে করেছিলাম, কিন্তু এখানে এসে এভাবে বরণ করাতে অন্য রকম লাগছে।’

 

ইমি ও আজমী বিয়ের সব বাজার দেশেই করেছেন উল্লেখ করে ইমি বলেন, ‘বিয়ের সব শপিং নিজের হাতে করা। বাংলাদেশ আমাকে সব দিতে পারছে। টাকা নষ্ট করে বাইরে কেন যাব।’

‘বিয়ের বাজার দেশেই’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ বিয়ে উৎসবের আয়োজক ইউনিলিভারের ব্র্যান্ড সানসিল্ক এবং প্রথম আলোর মঙ্গলবারের ক্রোড়পত্র নকশা। সম্প্রচার সহযোগী হিসেবে আছে চ্যানেল আই। বিয়ে সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠান তাদের স্টল সাজিয়েছে। অর্থাৎ এক ছাদের নিচে বিয়ের যাবতীয় অনুষঙ্গ সম্পর্কে ধারণা পাওয়া যাবে এখানে।

আজ বিয়ের সাজপোশাক ও বিয়ের ছবি নিয়ে দর্শকেরা পরামর্শ দেবেন। পারসোনার আয়োজনে দর্শকদের জন্য একটি ফ্যাশন শোও থাকছে। এ ছাড়া মঞ্চে বিয়ের গীত, কাওয়ালি ও সানাইয়ের পরিবেশনা চলতে থাকবে।

ওয়েসিস প্রাঙ্গণে সবার জন্য উন্মুক্ত এ উৎসব আজ মঙ্গলবার চলবে বিকেল ৫টা পর্যন্ত। আগামীকাল বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত খোলা থাকবে। তবে সন্ধ্যায় শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য থাকবে বিয়ের সাজপোশাক নিয়ে একটি ফ্যাশন শো। সূত্র- প্রথম আলো

পাঠকের মতামত

Comments are closed.