189322

‘পদ্মাবতী’ বিতর্কে এবার নিশানায় জাভেদ আখতার

সঞ্জয়লীলা বনশালি পরিচালিত ‘পদ্মাবতী’ সিনেমার বিরুদ্ধে বিক্ষোভে সামনের সারিতে থাকা কার্নি সেনার নিশানায় এবার গীতিকার জাভেদ আখতার। সংগঠনের দাবি, আখতার রাজপুতদের অপমান করেছেন। এ জন্য তাঁর রাজস্থানে ঢুকতে দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে কার্নি সেনা। গীতিকারের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগও দায়ের করা হয়েছে। সাম্প্রদায়িক বিদ্বেষে উস্কানি দেওয়ার অভিযোগে জাভেদ আখতারের বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্যও পুলিশের কাছে দাবি জানিয়েছে তারা।

উল্লেখ্য, লখনউ-এ লিট ফেস্টে একটি টেলিভিশন চ্যানেলে বিতর্কে অংশগ্রহণ করে পদ্মাবতী-র পক্ষে জোরাল সওয়াল করেন জাভেদ আখতার। তিনি বলেন, ২০০ বছর ধরে রাজপুত শাসকরা ব্রিটিশ রাজত্বের গোলাম ছিলেন।ব্রিটিশের বিরুদ্ধে কখনও লড়াই করেননি।

কার্নি সেনার অভিযোগ, এই মন্তব্যের মাধ্যমে জাভেদ আখতার রাজপুতদের ইতিহাসকে উপহাস করেছেন। সংগঠনের যে কর্তা দীপিকা পাড়ুকোনের নাক কেটে নেওয়ার হুমকি দিয়েছিলেন, তিনি বলেছেন, রাজস্থানে আর আদৌ স্বাগত নন জাভেদ আখতার।
জাভেদের বিরুদ্ধে পুলিশের কাছে দায়ের করা অভিযোগে বলা হয়েছে যে, তিনি ইচ্ছাকৃতভাবে একটি সম্প্রদায়কে অপমান করেছেন। সেজন্য তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষে উস্কানি দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের করারও দাবি জানানো হয়েছে।

গত সপ্তাহেই মহিপাল সিংহ মাকরানা হুমকি দিয়েছিলেন, রামায়ণের সূর্পনখার সঙ্গে যেমনটা হয়েছিল, তেমনটা দীপিকার সঙ্গেও হবে।

পাঠকের মতামত

Comments are closed.