189165

আপনার কি যৌন আসক্তি রয়েছে? এই ৫ চিহ্নই বলে দেবে !

সমীক্ষায় দেখা গিয়েছে, মহিলাদের তুলনায পুরুষরাই যৌনতা নিয়ে ভাবেন বেশি ৷ কিন্তু এই ভাবনার পরিমাপ ব্যাপারটা বোঝা বেশ কঠিন ৷ কারণ, ব্যক্তিভেদে এটা পরিবর্তন হতে থাকে ৷ তবে ইচ্ছে করলেই আপনি নিজেই বুঝতে পারবেন বা আপনার আশে-পাশে থাকা মানুষের মধ্যে থাকা বিশেষ বৈশিষ্ট্য দেখে আন্দাজ করতে পারবেন, যে তিনি যৌন আসক্তি কিনা !

১) কোনও সুন্দর পুরুষ ও মহিলাকে দেখে যদি সব সময় মনে হয়, তার সঙ্গে কথা বা বন্ধুত্ব নয়, বরং যৌনতায় লিপ্ত হলেই সব পাবেন, তাহলে ধরে নিতে হবে আপনার যৌন আসক্তি রয়েছে ৷ অন্যভাবে বলতে গেলে, আপনার পছন্দের নারী বা পুরুষের সঙ্গে দেখা হওয়ার পর যদি নিজেকে একটু নার্ভাস লাগে, অহেতুক ছটফট করতে থাকেন, তাহলে বুঝবেন আপনি যৌন আসক্তি ৷

২) যখনই সুযোগ পান মোবাইল, ল্যাপটপে তখনই কোনও না কোনও যৌন উদ্দীপক লেখা, সিনেমা বা ছোট ভিডিও ক্লিপ দেখেন ৷ আর এক্ষেত্রে স্থান, কাল, পাত্র কিছুই বাধ সাধে না৷ এটা কিন্তু যৌন আসক্তিরই ইঙ্গিত ৷

৩) রাতভোর অচেনা, অজানা পুরুষ বা মহিলার সঙ্গে সেক্স চ্যাটে মত্ত ৷ রোজ এই ধরণের অভ্যাস কিন্তু প্রমাণ করে আপনার যৌন আসক্তি রয়েছে ৷

৪) একের বেশিরবাব হস্তমৈথুনে লিপ্ত হয়ে পড়ছেন ? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আপনার যৌন আসক্তি রয়েছে ৷

৫) স্বপ্নের মধ্যে যদি দেখে একাধিক মহিলা বা পুরুষের সঙ্গে যৌনতায় লিপ্ত হচ্ছেন ৷ তাহলে আপনার অবচেতন মন জানান দিচ্ছে আপনি যৌন আসক্তি৷

পাঠকের মতামত

Comments are closed.